Published : 21 Feb 2018, 08:34 PM
আইফোনের সবচেয়ে বেশি স্টোরেজ হলো ২৫৬ গিগাবাইট। এবার ১২০টি ২৫৬জিবি আইফোনের স্টোরেজ একটি এসএসডিতে আনতে যাচ্ছে স্যামসাং। ৩০.৭২ টেরাবাইটের এই এসএসডি’র নাম বলা হচ্ছে পিএম১৬৪৩-- খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট-এর।
পরবর্তী প্রজন্মের সরকারি স্টোরেজ সিস্টেম, স্বাস্থ্য সেবা এবং শিক্ষা খাতে এই স্টোরেজগুলো ব্যবহার করা যাতে পারে। বর্তমান বাজারের সবচেয়ে বেশি স্টোরেজের এসএসডি ড্রাইভ হবে এটি।
বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই স্টোরেজের ক্ষেত্রে স্পিনিং হার্ডডিস্ক ব্যবহার করা হয়। সেখানে হার্ডডিস্ক-এর চেয়ে এসএসডি’র গতি অনেক গুণ বেশি। তবে এই স্টোরেজগুলোর দামও কয়েকগুণ বেশি।
নতুন এই এসএসডিতে ৫জিবি আকারের ৫৭০০টি ফুল এইচডি সিনেমা রাখা যাবে।
২০১৬ সালের মার্চে ১৫.৩৬ টেরাবাইটের এসএসডি উন্মোচন করে স্যামসাং। আগের চেয়ে দ্বিগুণ ধারণক্ষমতা ও কার্যক্ষমতা রয়েছে নতুন ড্রাইভগুলোতে।
প্রতি সেকেন্ডে ২১০০ মেগাবাইট পর্যন্ত সিকুয়েনশিয়াল রিড এবং ১৭০০ মেগাবাইট পর্যন্ত রাইট স্পিড রয়েছে নতুন এসএসডিগুলোর।