Published : 21 May 2018, 04:59 PM
সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে টিউবের মধ্য দিয়ে এক মার্কিন ডলারে ঘন্টায় দেড়শ’ মাইল বেগের যাতায়াত ব্যবস্থার পরিকল্পনা জানিয়েছেন টেসলা প্রধান। অন্যদিকে আকাশ পথেও যাতায়াত ব্যবস্থায় প্রতিযোগিতা বাড়ছে। তাই এবার উডুক্কু গাড়ি নিয়ে মুখ খুললেন তিনি।
মাস্ক মনে করেন, উডুক্কু গাড়ি মোটেও ভালো হবে না। এগুলো মানুষের মাথাও কাটতে পারে -- খবর প্রযুক্তি সাইট সিনেটের।
বোরিং কোম্পানির এক অনুষ্ঠানে কথা বলার সময় প্রতিষ্ঠান প্রধান বলেন, “সব কিছুর উপর দিয়েই ‘জিলিয়ন’ সংখ্যক এই জিনিসগুলো উড়তে থাকবে, অনিবার্যভাবেই কিছু ব্যক্তি তার গাড়ি ঠিকভাবে মেরামত করবে না এবং এগুলো মাটিতে পড়বে ও কারও শিরশ্চ্ছেদ করবে।”
এর আগে বৃহস্পতিবার জনসমক্ষে লুপ প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন মাস্ক। লস অ্যাঞ্জেলেসের ৪০৫ ফ্রিওয়ে’র সমান্তরালে উত্তর থেকে দক্ষিণে ২.৭ মাইল টানেল তৈরি করা হবে। এই টানেলের মধ্য দিয়ে ১৬ জন যাত্রী নিয়ে ঘন্টায় ২৪০ কিলোমিটার বেগে চলবে এই ব্যবস্থা। আর এতে যাত্রা করার জন্য যাত্রীদের ভাড়া গুণতে হবে এক মার্কিন ডলার।
প্রকল্পটি শেষ হতে কতোদিন সময় লাগবে তা জানাননি মাস্ক। প্রকল্প বাস্তবায়িত হলে বায়ুশূন্য টিউবের মধ্য দিয়ে ডাউনটাউন থেকে লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আট মিনিটে পৌঁছানো যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।