Published : 09 Jun 2018, 10:36 PM
ইয়াহু’র মালিক প্রতিষ্ঠান মার্কিন টেলিযোগাযোগ জায়ান্ট ভেরাইজন-এর অঙ্গপ্রতিষ্ঠান ওথ বর্তমানে ইয়াহু পরিচালনার দায়িত্বে রয়েছে। ইয়াহু মেসেঞ্জার বন্ধের ঘোষণা দিয়েছে ওথ, খবর আইএএনএস-এর।
শুক্রবার এক বিবৃতিতে ইয়াহু’র পক্ষ থেকে বলা হয়, “২০১৮ সালের ১৭ জুলাই থেকে ইয়াহু মেসেঞ্জার আর চলবে না। এর আগ পর্যন্ত, আপনারা এই সেবা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবেন। কিন্তু ১৭ জুলাইয়ের পর থেকে, আপনারা এতে আর আলাপচারিতার জন্য প্রবেশ করতে পারবেন না, এই সেবা আর কাজ করবে না।”
প্রতিষ্ঠানটি আরও বলে, “বর্তমানে ইয়াহু মেসেঞ্জারের বিকল্প কোনো সেবা নেই।” কেন এই সেবা বন্ধ করে দেওয়া হচ্ছে তা নিয়ে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। তবে তারা নতুন সেবা আর অ্যাপ নিয়ে পরীক্ষা চালানো অব্যাহত রেখেছে বলেও জানায়। এর মধ্যে একটি হচ্ছে শুধু আমন্ত্রণের মাধ্যমে গ্রুপ মেসেজিং সেবাদাতা অ্যাপ ‘ইয়াহু স্কুইরেল’, এটি এখনও বেটা সংস্করণ হিসেবে আছে। চলতি বছর মে মাস থেকে ইয়াহু এই অ্যাপ নিয়ে পরীক্ষা শুরু করে।
ইয়াহু জানিয়েছে, সামনের ছয় মাস ধরে ব্যবহারকারীরা তাদের আলাপচারিতা হিস্টরি তাদের ব্যক্তিগত কম্পিউটার বা ডিভাইসে ডাউনলোড করে রাখতে পারবেন।
১৯৯৮ সালে ‘ইয়াহু পেইজার’ নামে ইমেইল আর এসএমএস-এর বিকল্প হিসেবে প্রথম যাত্রা শুরু করে ইয়াহু মেসেঞ্জার।