Published : 29 Jun 2018, 07:51 PM
কাইওএস গ্রাহকদের জন্য গুগল অ্যাসিস্টেন্ট, ম্যাপস, সার্চ এবং ইউটিউব সেবা আনতে এই বিনিয়োগ করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি-- খবর আইএএনএস-এর।
নোকিয়া, জিওফোন এবং মাইক্রোম্যাক্সের মতো ফিচার ফোনগুলো চলে কাইওএস অপারেটিং সিস্টেমে।
বুধবার এক ব্লগ পোস্টে কাইওএস টেকনোলজিস প্রধান সেবাস্টেইন কোডভিল বলেন, “এই তহবিল কাইওসচালিত স্মার্ট ফিচার ফোনগুলোর দ্রুত উন্নয়ন এবং বৈশ্বিক বিস্তৃতির জন্য সহায়ক হবে।”
গুগলের এই বিনিয়োগ ফিচার ফোন ওএস ব্যবহারকারীদেরকে উদীয়মান বাজারের শতকোটি গ্রাহকের সঙ্গে যুক্ত করবে। উন্নত ফিচারসহ ইন্টারনেটভিত্তিক স্মার্টফোন গ্রাহকদের সঙ্গে কাইওএস গ্রাহকের যুক্ত করবে এই বিনিয়োগ।
কোডভিল বলেন, “আরও বেশি ডিভাইসে গুগলের সেবা দেওয়ায় প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করতে পেরে আমরা উৎফুল্ল।”
আগের বছর ফায়ারফক্স ওএস-এর ফোর্কড সংস্করণ হিসেবে ‘কাইওএস’ উন্মোচন করা হয়। স্মার্ট ফিচার ফোনের নতুন একটি শ্রেণি তৈরি করেছে ওয়েবভিত্তিক এই অপারেটিং সিস্টেমটি।
৫১২ মেগাবাইট র্যাম এবং ৪ গিগাবাইট স্টোরেজ দিয়ে চলে কাইওস। অপারেটিং সিস্টেমটিতে গুগলের অ্যাপ আসলে তা ৪জি যুক্ত ফিচার ফোনগুলোর বৈশ্বিক বিস্তৃতির জন্য সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।