Published : 05 Jul 2018, 04:27 PM
কপিরাইট আর জালিয়াতি মামলায় শুনানিতে অংশ নিতে ফাইল শেয়ারিং সাইট মেগাআপলোড-এর প্রধান ডটকম আর অন্য তিন অভিযুক্তকে নিউ জিল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা যেতে পারে, আগের এই রায় বহাল রেখেছে নিউ জিল্যান্ডের কোর্ট অফ আপিল।
২০১২ সালে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে ‘মেগাআপলোড’ বন্ধ করে দেয় মার্কিন আদালত। অবৈধভাবে মুভি ডাউনলোড করার প্লাটফর্ম হিসেবে সাইটটি ব্যবহৃত হচ্ছে এবং এতে প্রচুর আর্থিক ক্ষতির অভিযোগ করেছে মার্কিন কর্তৃপক্ষ। মেগাআপলোডের মাধ্যমে কপিরাইট আইন লঙ্ঘন আর মুদ্রাপাচারের অভিযোগে সাইটটির নির্মাতা কিম-কে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে কিনা- এ নিয়ে নিউ জিল্যান্ডের অকল্যান্ডে অনেক দিন ধরেই মামলা চলছে।
ডটকম আর তার সঙ্গে অন্য অভিযুক্তরা সবসময়ই যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করে আসছেন। এখন এই হস্তান্তর কার্যকর করা হবে কিনা তা নিউ জিল্যান্ডের বিচার মন্ত্রী অ্যান্ড্রু লিটল-এর সিদ্ধান্তের উপর নির্ভর করছে।
এ নিয়ে আইনি লড়াই চালানোর ক্ষেত্রে ডটকম আর তার সঙ্গের অভিযুক্তদের আরও একটি সুযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।
ডটকম-এর আইনজীবী ইরা রথকেন এক টুইটে বলেন, “আমরা এ নিয়ে পুনর্বিবেচনার জন্য নিউ জিল্যান্ড সুপ্রিম কোর্টে যাবো।”
যুক্তরাষ্ট্রের অভিযোগ হচ্ছে, ডটকম ও তার সহযোগী ম্যাথিয়াস অর্টম্যান, ব্র্যাম ফন ডার কক আর ফিন বাটাটো বিশ্বব্যাপী অপরাধমূলক কার্যক্রম চালিয়েছেন যার ফলে কপিরাইটধারীরা আনুমানিক ৫০ কোটি ডলারেরও বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন।
“কপিরাইট সুরক্ষিত কনটেন্ট নিয়ে মানুষের সঙ্গে অনলাইন যোগাযোগ নিউ জিল্যান্ডে কোনো অপরাধ না হওয়ায়” শুধু এই কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অভিযুক্তদেরকে হস্তান্তর করা যাবে না বলে রায় দিয়েছিল দেশটির উচ্চ আদালত। কিন্তু জালিয়াতি নিউ জিল্যান্ডে অপরাধ হওয়ায় এই অভিযোগে ও চার অভিযুক্তকে হস্তান্তর করা যেতে পারে বলে ২০১৭ সালে রায় দিয়েছিলেন বিচারক।
সর্বশেষ রায়ে অভিযুক্তরা দোষী নাকি নির্দোষ তা নিয়ে কিছু বলা হয়নি, শুধু বলা হয়েছে তাদেরকে শুনানিতে অংশ নিতে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা যেতে পারে।
আরও খবর