Published : 01 Jul 2019, 02:13 PM
অ্যাপলবিষয়ক খবরের সাইট ৯টু৫ম্যাক-এর প্রতিবেদনে বলা হয়, ১৩ ইঞ্চি রেটিনা স্ক্রিনের ২০১৮ ম্যাকবুক এয়ার মডেলের লজিক বোর্ডে ত্রুটি পাওয়া গেছে। এতে শুধু লজিক বোর্ডে পাওয়ার নিয়ে সমস্যা কথা বলা হয়েছে।
ইতোমধ্যেই ডিভাইসটি নিয়ে অভিযোগ করেছেন বেশ কিছু গ্রাহক। তাদের দাবি তারা ডিভাইসটি চালু করতে পারছেন না-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।
ত্রুটিপূর্ণ ডিভাইসগুলো নিয়ে জানাতে গ্রাহকদেরকে ইমেইল করবে অ্যাপল। তাদেরকে নিকটস্থ অ্যাপল স্টোর বা অ্যাপল অনুমোদিত ডিলারদের কাছে গিয়ে ডিভাইসটি পরীক্ষা করাতে বলা হবে।
অ্যাপলের এক মুখপাত্র বলেন, ম্যাকবুক এয়ার ২০১৮ মডেল কেনার দিন থেকে শুরু করে চার বছরের মধ্যেই লজিক বোর্ডে ত্রুটি দেখা গেলে তা বিনামূল্যে সারানো হবে।