Published : 17 Feb 2021, 03:35 PM
গ্যালাক্সি বুক প্রো এলটিই এবং গ্যালাক্সি বুক প্রো ৩৬০ ৫জি সংস্করণে আসবে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ।
স্যামমোবাইলের প্রতিবেদন বলছে, গ্যালাক্সি বুক প্রো’তে গতানুগতিক ল্যাপটপের নকশাই চোখে পড়বে। অন্যদিকে, ৩৬০ ডিগ্রি ঘোরানো সম্ভব হবে এমন অংশসহ ‘একের ভেতরে দুই’ ল্যাপটপ হিসেবে আসবে গ্যালাক্সি বুক প্রো ৩৬০।
গত মাসের এক ব্লুটুথ সার্টিফিকেশন নথিতে প্রথমবারের মতো উঠে এসেছিল ল্যাপটপ দু’টোর ব্যাপারে। দু’টি ল্যাপটপ মডেলেই ব্লুটুথ ৫.১ রয়েছে। মডেল দু’টির একটিতে ১৩.৩ ইঞ্চি এবং আরেকটিতে ১৫.৬ ইঞ্চি পর্দার দেখা মিলবে।
উল্লেখ্য, এস পেন সমর্থনকারী এটাই প্রথম স্যামসাং ল্যাপটপ নয়। তবে, গ্যালাক্সি এস২১ আল্ট্রার সঙ্গে নতুন এস পেন স্টাইলাস দেওয়ার পর এটাই হবে প্রথম ল্যাপটপ যা এস পেন সমর্থন করবে।
শোনা যাচ্ছে, নতুন ল্যাপটপ দুটির একটি হবে কোরআই৫ এবং অপরটি হবে কোরআই৭ স্বক্ষমতার।