Published : 06 Feb 2022, 06:21 PM
এক্স-ফ্যাকটর খ্য্যাত ওই উপস্থাপকের বিতর্কিত পডকাস্ট থাকায় স্পটিফাই থেকে নিজেদের সব গান সরিয়ে নিয়েছিলেন শিল্পী নিল ইয়াং এবং জোনি মিচেল। বলা চলে, ওই ঘটনাপ্রবাহে পরোক্ষভাবে জো রোগানের পক্ষেই ছিল স্পটিফাই।
এবার সেই পডকাস্টকাণ্ডে এসেছে নতুন মোড়। পপ শিল্পী ইন্ডিয়া আরি একটি মন্তাজ ভিডিও পোস্ট করার পর কোনো ব্যাখ্যা না দিয়েই ‘জো রোগান এক্সপেরিয়েন্স’ পডকাস্টের ৭০টি এপিসোড মুছে দিয়েছে স্পটিফাই। আর জো রোগানের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলেছেন ইন্ডিয়া আরি।
এক দশকের বেশি সময় ধরে প্রচারিত পডকাস্টের বিভিন্ন এপিসোড থেকে কয়েক সেকেন্ডের বিশেষ অংশ জোড়া দিয়ে বানানো মন্তাজ ভিডিওটিতে একাধিকবার ‘নিগার’ শব্দটি ব্যবহার করেছিলেন রোগান।
পশ্চিমা দাসপ্রথার সঙ্গে লম্বা ইতিহাস রয়েছে শব্দটির; অবমাননাকর ওই শব্দ কৃষ্ণাঙ্গদের ক্ষেত্রে ব্যবহার করত বর্ণবাদী শেতাঙ্গরা।
স্পটিফাই কোনো ব্যাখ্যা না দিয়ে ৭০টি এপিসোড মুছে দেওয়ার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন রোগান।
ক্ষেত্রবিশেষে তার বক্তব্যের অংশবিশেষ আলোচনার প্রসঙ্গের বাইরে নিয়ে উপস্থাপন করা হয়েছে বললেও সার্বিকভাবে ক্ষমা চেয়েছেন তিনি।
“আমি জানি যে বেশিরভাগ মানুষের মতে, এমন কোনো পরিস্থিতি নেই যেখানে একজন শেতাঙ্গের মুখে ওই শব্দটির ব্যবহার গ্রহণযোগ্য, বিশেষ করে পডকাস্টের বেলায় তো অবশ্যই নয় এবং আমি তার সঙ্গে একমত। তবে, আমি ভেবেছিলাম যতক্ষণ শব্দটির ব্যবহার প্রাসঙ্গিক আলোচনার অংশ হিসেবে আছে, মানুষ বুঝতে পারবে যে আমি কি করছি।”
এ প্রসঙ্গে স্পটিফাইয়ের প্রতিক্রিয়া জানতে চেয়েও তাৎক্ষণিক কোনো উত্তর পায়নি প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
ইন্ডিয়া আরি’র অভিযোগ, বা জো রোগানের ব্যাখ্যা, কোনো বিষয়েই মুখ খোলেনি স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।
জো রোগানের পডকাস্ট নিয়ে গত কিছুদিনে বেশ কয়েকবার বিপাকে পড়েছে স্পটিফাই। ২০২০ সালে জো রোগানের পডকাস্ট কেবল নিজ প্ল্যাটফর্মে রাখতে ১০ কোটি মার্কিন ডলারের চুক্তি করেছিল প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, জো রোগানের পডকাস্টে কোভিড মহামারী নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন কয়েক ডজন সমালোচক, বিজ্ঞানী ও চিকিৎসক।
সমালোচকদের অভিযোগ আর নিল ইয়াং ও জোনি মিচেলের মতো তারকা শিল্পীদের প্রতিবাদের মুখে নিজস্ব প্ল্যাটফর্মের যে কোনো পডকাস্টে কোভিড মহামারী নিয়ে আলাপ হলে তাতে বিশেষ ব্যানার জুড়ে দেওয়ার নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে স্ট্রিমিং সেবাটি।