Published : 13 Apr 2022, 04:27 PM
সাইবার নিরাপত্তা গবেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ আন্তর্জাতিক সাইবার অপরাধ ফোরাম ছিল রেইডফোরামস।
রেইডফোরামসের প্রতিষ্ঠাতা ২১ বছর বয়সী ডিয়েগো সান্তোস কোয়েলহো যুক্তরাজ্যে গ্রেপ্তার হয়েছেন ৩১ জানুয়ারি, পর্তুগালের নাগরিক তিনি। যুক্তরাজ্যের সঙ্গে বন্দী বিনিময়ের কার্যক্রম শেষে তাকে বিচারের জন্য ভার্জিনিয়ার আদালতে তোলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
আদালত থেকে রেইডফোরামস ওয়েবসাইট হোস্টিংয়ে ব্যবহৃত হচ্ছিল এমন তিনটি ডোমেইন জব্দ করার অনুমতি পেয়েছিল যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
সাইটটিতে হ্যাকাররা যে ধরনের চোরাই ডেটা বেচা-কেনা করেছে তার মধ্যে আছে ব্যাংকের রাউটিং এবং অ্যাকাউন্ট ডেটা, ক্রেডিট কার্ডের ডেটা, সাধারণ ব্যবহারকারীদের সোশাল সিকিউরিটি নম্বর এবং লগ-ইন সংশ্লিষ্ট ডেটা।
অন্যদিকে, এক পৃথক বিবৃতিতে ইউরোপোল জানিয়েছে, ‘অপারেশন টার্নিকেট’-এর অংশ হিসেবে অনলাইন মার্কেটপ্লেস ‘রেইডফোরামস’ জব্দ করা হয়েছে। ওই অপারেশনের অংশ হিসেবে তদন্তে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, সুইডেন, পর্তুগাল এবং রোমানিয়ার সরকারি সংস্থা।
“অনলাইনে হ্যাকারদের মোকাবেলার একটি গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে তাদের কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। তাই, ব্যাপক পরিমাণ চোরাই ডেটা হোস্ট করছে এমন ফোরামকে টার্গেট করলে সাইবার অপরাধীরা সতর্ক হতে বাধ্য হয়”-- মন্তব্য করেছেন ইউরোপোলের ‘ইউরোপিয়ান সাইবার ক্রাইম সেন্টার’ প্রধান এডভার্ডাস সিলেরিস।
কোয়েলহোর পাশাপাশি তার আরও দুই সহযোগীকেও গ্রেপ্তার করার কথা জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তবে, বাকিদের গ্রেপ্তার সংশ্লিষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি যুক্তরাষ্ট্র বা ইউরোপের তদন্তকারীরা।
কোয়েলহোর বিরুদ্ধে ষড়যন্ত্র, ডিভাইসকেন্দ্রীক প্রতারণা এবং পরিচয় চুরিসহ অন্তত ছয়টি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। পর্তুগালের ওই তরুণের বিরুদ্ধে অভিযোগ, ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২২ সালের জানুয়ারি মাসে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত ওয়েবসাইটটি প্রধান ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন তিনি।
“অবৈধ কর্মকাণ্ড থেকে মুনাফা আয় করতে রেইডফোরামস ক্রমবর্ধমান দামে কয়েক স্তরের সদস্যপদ দিত এবং স্তরভেদে বিভিন্ন ফিচার ব্যবহারের অধিকার মিলতো; এর মধ্যে সর্বোচ্চ স্তরের ‘গড মেম্বারশিপ স্ট্যাটাস’-ও ছিল,” এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন বিচারবিভাগ।