Published : 15 Jun 2022, 02:41 PM
বিনামূল্যে ফটোশপের ওয়েব সংস্করণ ব্যবহারের সুযোগ প্রাথমিকভাবে কানাডায় একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে চালু হয়েছে।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, বিনা খরচে ফটোশপের ওয়েব সংস্করণ ব্যবহারের সুযোগের পরিধি ক্রমান্বয়ে আরও বাড়বে; একই সুবিধা পাবেন বিশ্বের অন্যান্য অংশের ব্যবহারকারীরাও।
কোনো খরচ ছাড়াই ফটোশপের ওয়েব সংস্করণ ব্যবহার প্রসঙ্গে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটকে নিশ্চিত করেছেন এক অ্যাডোবি মুখপাত্র। এতে সফটওয়্যারটির “সকল এডিটিং টুল” ব্যবহার করা যাচ্ছে বলে দাবি করেছেন তিনি।
তবে, আপাতত সেবাটিকে ‘ফ্রিমিয়াম’ বলে আখ্যা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সাইটটি। অর্থাৎ, অদূর ভবিষ্যতে সফটওয়্যারটির কিছু ফিচার ব্যবহারের জন্য গাঁটের পয়সা খরচ করে সাবস্ক্রিপশন প্যাকেজ কিনতে হতে পারে ব্যবহারকারীকে।
ভার্জ জানিয়েছে, অ্যাডোবির কাছে ফটোশপের মূল কার্যক্রম হিসেবে বিবেচিত সবগুলো ফিচারই ব্যবহারের সুযোগ আছে বিনা খরচের ওয়েব সংস্করণে।
ফটোশপের আগের ওয়েব সংস্করণটির তুলনায় বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে নতুন সংস্করণটিকে। আগের সংস্করণটিতে ব্রাউজারের মাধ্যমে ফাইল শেয়ার করা এবং কমেন্ট করার বাইরে কাজের সুযোগ খুবই কম ছিল ব্যবহারকারীদের জন্য।
বিনা খরচে ফটোশপের ওয়েব সংস্করণ ব্যবহারের জন্য একটি অ্যাডোবি অ্যাকাউন্ট খুলতে হবে বলে জানিয়েছে সিনেট। অ্যাকাউন্ট খুলতেও অর্থ খরচ করতে হবে না ব্যবহারকারীকে।
তবে, ফটোশপের বিনা খরচের ওয়েব সংস্করণ কানাডার বাইরে কবে নাগাদ চালু হবে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।