Published : 08 Jul 2022, 04:23 PM
অগাস্ট মাসে ডিভাইস দুটি উন্মোচন করার কথা রয়েছে স্যামসাংয়ের। তার এক মাস আগেই গ্যালাক্সি ওয়াচ ৫ এবং গ্যালাক্সি ওয়াচ ৫ প্রো-এর থ্রিডি রেন্ডার ফাঁস করে দিয়েছেন তথ্যফাঁসকারী ইভান ব্লাস।
থ্রিডি রেন্ডারে উঠে আসা দুই ডিভাইসের প্রথমটি গ্যালাক্সি ওয়াচ ৫ প্রো। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, নতুন দুই মডেলের মধ্যে তুলনামূলক ব্যয়বহুল বা প্রিমিয়াম মডেল হবে এটি। তবে, ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা পাওয়া ‘রোটেটিং বেজেল’ ফিচারটি এ ডিভাইসে নেই বলে জানিয়েছে সাইটটি। কেবল ৪৫মিলিমিটার আকারে কিনতে পাওয়া যাবে গ্যালাক্সি ওয়াচের এই সংস্করণ।
আর গ্যালাক্সি ওয়াচ ৫-এ নকশা আরও সোজাসাপ্টা বলে জানিয়েছে ভার্জ। অন্তত দুটি আকারে বাজারে কিনতে পাওয়া যাবে ডিভাইসটি।
উভয় ডিভাইসের স্ক্রিনের ডান দিকে দুটি বাটন থাকবে বলে জানিয়েছে সাইটটি। অন্যান্য ফিচারের মধ্যে আছে এলটিই ও জিপিএস সংযোগ সুবিধা। এ ছাড়াও পানি নিরোধী হবে ডিভাইসগুলো; ৫০ মিটার গভীরে ১০ মিনিট পর্যন্ত কার্যক্ষম থাকবে গ্যালাক্সি ওয়াচ ৫-এর দুই মডেল।
উভয় ডিভাইস গুগলের ওয়্যার ওএস ৩.৫-এ চলবে বলে জানিয়েছেন ব্লাস। স্যামসাংয়ের নতুন স্মার্টওয়াচে ১০ ওয়াটের ‘ফাস্ট চার্জিং’ প্রযুক্তি থাকবে– এমন খবর রটেছিল আগেই।
স্যামসাংয়ের বার্ষিক ‘অ্যানপ্যাকড’ আয়োজনের অংশ হিসেবে উভয় ডিভাইস উন্মোচন করা হতে পারে বলে জানিয়েছেন ব্লাস। একই সঙ্গে স্যামসাং ‘গ্যালাক্সি প্রো ইয়ারবাড’ এবং একাধিক ফোল্ড ও ফ্লিপ ডিভাইস দেখাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।