Published : 17 Jul 2022, 04:06 PM
কিন্তু অনলাইনের অন্য যে কোনো সেবার মতোই নিরাপত্তা ঝুঁকিতে আছেন মনে হলেই পাল্টে ফেলতে হবে অ্যাপল আইডির পাসওয়ার্ড। নিজের স্পর্শকাতর তথ্যগুলো নিরাপদ রাখতে কয়েক মাস পরপর অ্যাপল পাসওয়ার্ড পাল্টে নেওয়ার পরামর্শও দিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
অ্যাপল আইডির জন্য নতুন পাসওয়ার্ড নির্ধারণের সময়ে অন্তত আটটি অক্ষর লাগবে ব্যবহারকারীর: তার মধ্যে অন্তত একটি হতে হবে সংখ্যা, অন্তত একটি ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর এবং একটি স্মল লেটার বা ছোট হাতের অক্ষর। আগের বছরের পাসওয়ার্ড নতুন করে ব্যবহারের সুযোগও দেয় না অ্যাপল।
অ্যাপল আইডির পাসওয়ার্ড পাল্টাতে অবশ্যই আগের পাসওয়ার্ডটি জানা থাকতে হবে। ডিভাইস বা প্ল্যাটফর্ম ভেদে অ্যাপল আইডির পাসওয়ার্ড পাল্টাতে হবে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করে।
আইওএস ডিভাইস থেকে
>> আইপ্যাড, আইফোন অথবা অ্যাপল ওয়াচের সেটিংসে যান, স্ক্রিনের ওপরে নিজের নামে ট্যাপ করুন, তারপর ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউইরিটি’ চিহ্নিত করুন।
>> ‘চেঞ্জ পাসওয়ার্ড’ চিহ্নিত করুন।
>> ডিভাইস আপনাকে আপনার পুরনো পাসওয়ার্ড দিতে বলবে। তারপর নতুন পাসওয়ার্ড দিয়ে নিশ্চিত করুন।
>> ‘চেঞ্জ’-এ ট্যাপ করুন।
>> ‘সেটিংস’-এর মূল স্ক্রিনে ফিরে নতুন পাসওয়ার্ড দিয়ে সাইন-ইন করুন। এরপর অ্যাপলের সকল সেবা ও ফিচারে প্রবেশাধিকার ফিরে পাবেন ব্যবহারকারী।
ম্যাক কম্পিউটার থেকে
>> বাম কোণে থাকা অ্যাপল মেন্যুতে ক্লিক করে ‘সিস্টেম প্রেফারেন্সেস’ বেছে নিন, তারপর ‘অ্যাপল আইডি’ টাইলে ক্লিক করুন।
>> ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিজ’-এ ক্লিক করুন।
>> ‘চেঞ্জ পাসওয়ার্ড’-এ ক্লিক করুন।
>> ম্যাক কম্পিউটার আনলক করতে যে পাসওয়ার্ড ব্যবহার করেন সেটি দিন।
>> নতুন পাসওয়ার্ড দিয়ে সেটি ‘ভেরিফাই’ করে নিন।
>> তারপর ‘চেঞ্জ’-এ ক্লিক করুন।
সরাসরি ওয়েব থেকে
>> প্রথমে appleid.apple.com-এ যান।
>> উপরের মেনু বারে ‘সাইন-ইন’-এ ট্যাপ করুন। তারপর অ্যাপল আইডি অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
>> সাইড মেনু থেকে ‘সাইন-ইন অ্যান্ড সিকিউরিটি’ চিহ্নিত করুন।
>> ‘পাসওয়ার্ড’-এ ক্লিক করুন।
>> বর্তমান পাসওয়ার্ড দিন, তারপর নতুন পাসওয়ার্ড দিয়ে সেটি নিশ্চিত করুন।
>> ওয়েবে পাসওয়ার্ড পাল্টানোর সময়ে চেক বক্সে টিক দিয়ে সকল অ্যাপল ডিভাইস এবং ওয়েবসাইট থেকে একযোগে লগআইট করতে পারবেন ব্যবহারকারী।
>> ‘চেঞ্জ পাসওয়ার্ড’-এ ক্লিক করুন।