Published : 12 Apr 2025, 02:33 PM
এবার ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করল চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই।
কোম্পানিটির অভিযোগ, নিজের সুবিধার জন্য ওপেনএআইয়ের ব্যবসার গতি কমিয়ে দিতে ‘নিরবচ্ছিন্নভাবে’ চেষ্টা করে চলেছেন মাস্ক।
ওপেনএআই আরও অভিযোগ এনেছে, অত্যাধুনিক এআই প্রযুক্তি নিয়ন্ত্রণে সহায়তা করতে কোম্পানিটির বিরুদ্ধে ‘অসৎ কৌশল’ ব্যবহার করেছেন টেসলা প্রধান।
গত বছর ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেন মাস্ক। অল্টম্যানের সঙ্গে যৌথভাবে ২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠা করলেও ২০১৮ সালে কোম্পানিটি ছেড়ে দেন তিনি।
বুধবার দায়ের করা ওপেনএআইয়ের এ মামলার জবাব জানতে কোম্পানিটির আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।
সিলিকন ভ্যালির দুই প্রযুক্তি প্রধানের মধ্যে “এই হাই ভোল্টেজ লড়াইয়ে” পাল্টা মামলাটি নতুন এক পর্বের সূচনা বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
বুধবার এক বিবৃতিতে ওপেনএআই বলেছে, “আমাদের বিরুদ্ধে ইলনের এসব চলমান পদক্ষেপ ওপেনএআইয়ের কাজের গতি কমিয়ে দেওয়া ও তার নিজের লাভের স্বার্থে শীর্ষ এআই উদ্ভাবনের বিষয়টি নিয়ন্ত্রণ করার এক কৌশল মাত্র। আমরা তাকে থামানোর জন্য আজ পাল্টা মামলা করেছি।”
গত সপ্তাহে ওপেনএআইয়ের বিরুদ্ধে বিলিয়নেয়ার ইলন মাস্কের আনা মামলাটির বিচার ২০২৬ সালের মার্চে নির্ধারণ করেছেন ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের একজন ফেডারেল বিচারক।
এর আগে, চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের লাভজনক কোম্পানিতে রূপান্তর স্থগিতের জন্য মাস্কের আবেদন বাতিল করেন ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ইভোন গনজালেজ রজার্স এবং মামলাটির দ্রুত বিচারের প্রস্তাব করেন তিনি।
গনজালেজ আরও বলেছিলেন, মামলায় সাক্ষ্য দেবেন মাস্ক।
মাস্ক অভিযোগ করেন, মূলত মানবতার উপকারের জন্য এআই তৈরিতে একটি অলাভজনক কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল ওপেনএআই। তবে কোম্পানিটি এখন অর্থ উপার্জনের দিকে নজর ঘুরিয়েছে ও সেই চুক্তি লঙ্ঘন করছে।
এ পুরো বিষয় নিয়ে ‘কার্নেগি মেলন ইউনিভার্সিটি’র ডিজিটাল মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের অধ্যাপক আরি লাইটম্যান বলেছেন, “এ তো গেল রাজস্ব আয়ের কথা। তবে এটা একেবারে নিয়ন্ত্রণের বিষয়। আসলে দুই প্রযুক্তি প্রধানের মধ্যে এমন চলমান মামলার বিষয়টি মূলত একজন ব্যক্তির ‘আমি সেই স্টার্টআপটির নিয়ন্ত্রণ চাই’ বলার মতো ব্যাপার।”
লাইটম্যান বলেছেন, এআইকে নিরাপদ ও ন্যায়সঙ্গত করে তোলার ক্ষেত্রে বড় বাধা তৈরি করবে এসব মামলা।
ওপেনএআই বুধবার এক্স পোস্টে দাবি করেছে, “আমাদের সম্পর্কে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন ইলন। তিনি কখনোই আমাদের এই মিশনে ছিলেন না। তিনি সবসময় তার নিজস্ব এজেন্ডা নিয়ে কাজ করে গেছেন।”
মাস্কের এক্সএআই ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী হলেও এখন পর্যন্ত পিছিয়ে রয়েছে স্টার্টআপটি। গত মাসে মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর মালিকানা কিনে নেয় এক্সএআই।
সামাজিক মাধ্যমটি কেনার বিষয়ে এক এক্স পোস্টে মাস্ক বলেছেন, “এই অধিগ্রহণের ফলে এক্সএআইয়ের মূল্য এখন আট হাজার কোটি ডলার এবং এক্স-এর মূল্য তিন হাজার তিনশ কোটি ডলার।”