Published : 09 May 2025, 03:46 PM
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ক্রিপ্টো উপদেষ্টা ও মিডিয়া গ্রুপ বিটিসি-এর সিইও ডেভিড বেইলি বিটকয়েন বিনিয়োগ কোম্পানি চালু করছেন।
নতুন এই বিটকয়েন বিনিয়োগ কোম্পানি শুরুর জন্য ৩০ কোটি ডলার সংগ্রহও করেছেন বেইলি। এ কোম্পানি পাবলিকলি ট্রেডেড অর্থাৎ শেয়ার বাজারে তালিকাভুক্ত হবে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
এর সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি সিএনবিসি’কে বলেছেন, এ চুক্তিটির পরিকল্পনা হয়েছে জানুয়ারি থেকে এবং এতে মোট ৩০ কোটি ডলারের তহবিল রয়েছে। যার মধ্যে ২০ কোটি ডলার এসেছে ‘ইক্যুইটি ফান্ডিং’ থেকে, যেখানে বিনিয়োগকারীরা কোম্পানির মালিকানার অংশ কিনেছেন এবং ১০ কোটি ডলার এসেছে ‘কনভার্টিবল ডেট’ থেকে, যা ভবিষ্যতে শেয়ারে রূপান্তরযোগ্য ঋণ।
তবে এ তহবিল সংগ্রহের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। এ খবর প্রথম প্রকাশ করেছে আমেরিকান সংবাদমাধ্যম ইনফরমেশন।
বেইলির এই নতুন কোম্পানির নাম ‘নাকামোতো’। এমন নাম রাখা হয়েছে বিটকয়েনের ছদ্মনামধারী নির্মাতা সাতোশি নাকামোতো-কে শ্রদ্ধা জানিয়ে।
কোম্পানিটির মূল লক্ষ্য হচ্ছে, বিটকয়েন কেনা ও ধরে রাখা। এটি নাসডাক-এ এরইমধ্যে তালিকাভুক্ত কোম্পানির সঙ্গে একীভূত হবে। ধারণা করা হচ্ছে, এ বিষয়ে আগামী সপ্তাহের শুরুতে ঘোষণা আসতে পারে। এ গ্রীষ্মেই শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার কথা রয়েছে কোম্পানিটির।
সূত্র বলেছে, ব্রাজিল, থাইল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা’সহ বিশ্বের বিভিন্ন দেশে কোম্পানি কিনতে চায় নাকামোতো। এসব কোম্পানি কেনার পর বিটকয়েন বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে তাদের। এ উদ্যোগের পেছনে রয়েছে বিখ্যাত বিনিয়োগকারীদের হাত। কোম্পানির উচ্চ পর্যায়ের উপদেষ্টা একটি বোর্ডও রয়েছে, যেখানে আছেন কিছু বিখ্যাত ব্যক্তি।
বিটকয়েন কেনা-বেচা করতে এসব বিনিয়োগ কোম্পানি অনেক অর্থ সংগ্রহ করে, বিশেষ করে কিছুটা শেয়ার বিক্রি করে আর কিছুটা ঋণ নিয়ে। এসব কোম্পানির শেয়ার কেনার মানে হচ্ছে, বিটকয়েনের দাম বাড়বে এ আশায় বিনিয়োগ করা। এভাবে সরাসরি বিটকয়েন না কিনেও লাভ করা যায়।
‘স্ট্র্যাটেজি’র (আগে মাইক্রোস্ট্র্যাটেজি নামে পরিচিত) প্রতিষ্ঠাতা মাইকেল সেইলর ২০২০ সালে একটা বড় সিদ্ধান্ত নেন। তিনি কোম্পানির নগদ অর্থ দিয়ে বিটকয়েন কিনতে শুরু করেন।
তার এ কাজটা এতটাই আলোচিত হয় যে, এর ফলে সফটওয়্যার কোম্পানি থেকে বিটকয়েন কোম্পানিতে পরিণত হয়ে যায় স্ট্র্যাটেজি। বিটকয়েনের দাম বাড়তে থাকায় স্ট্র্যাটেজি’র শেয়ারের দামও অনেক বেড়ে যায়। এখন বিশ্বের সবচেয়ে বড় বিটকয়েন মালিকদের মধ্যে এটি একটি।
বিটকয়েন পেমেন্ট অ্যাপ ‘স্ট্রাইক’ চালু করে খ্যাতি অর্জন করেছিলেন জ্যাক ম্যালার্স। তিনি এখন ‘টোয়েন্টি ওয়ান’ নামের এক নতুন কোম্পানি চালু করেছেন, যেটা বিটকয়েন কেনে ও ধরে রাখে।
এ কোম্পানির জন্য হাজার কোটি অর্থ সংগ্রহ করেছেন ম্যালার্স। তাকে সহায়তা দিচ্ছে ‘সফটব্যাংক’ ও ‘টিথার’ নামের বড় প্রতিষ্ঠান দুটি কোম্পানি।