Published : 15 Mar 2025, 05:23 PM
৬০ হাজার পাউন্ড মূল্যের বিটকয়েন চুরির অভিযোগে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি বা এনসিএ-এর এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দেশটির এক কাউন্টির পুলিশ।
মার্সিসাইড কাউন্টির পুলিশ বলেছে, ২০১৭ সালে অনলাইনে সংগঠিত অপরাধের তদন্তের সময় ৫০টি বিটকয়েন চুরির অভিযোগে ব্রিস্টলের বাসিন্দা ৪২ বছর বয়সী পল চাউলসের বিরুদ্ধে ১৫টি অপরাধের অভিযোগ এনেছে তারা।
ওই সময় অর্থাৎ অভিযুক্ত অপরাধের সময় বিটকয়েনের মূল্য প্রায় ৬০ হাজার পাউন্ড ছিল বলে জানিয়েছে পুলিশ।
আগামী ২৫ এপ্রিল যুক্তরাজ্যের লিভারপুল ম্যাজিস্ট্রেট কোর্টে চাউলসের হাজির হওয়ার কথা রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
তার বিরুদ্ধে অপরাধের সময় সম্পত্তি লুকানো, ছদ্মবেশ ধারণের ১১টি অভিযোগ, অপরাধে সময় সম্পদ চুরি, ব্যবহার বা দখলের তিনটি অভিযোগ ও একটি চুরির অভিযোগ এনেছে পুলিশ।
ক্রিপ্টো বা ডিজিটাল মুদ্রার মধ্যে মূল্যের দিক থেকে সবচেয়ে বড় ও পুরানো হচ্ছে বিটকয়েন, যা ২০০৮ সালে বাজারে আসে।
অনলাইন কনভার্টারদের মতে, ৫০টি বিটকয়েনের বর্তমান মূল্য ৩০ লাখ পাউন্ডেরও বেশি হবে।