Published : 22 Feb 2025, 03:04 PM
এ বছরের অগাস্ট মাস থেকে অ্যান্ড্রয়েডের জন্য তাদের অ্যাপস্টোরটি বন্ধ করে দেবে মার্কিন ই কমার্স কোম্পানি অ্যামাজন।
এ বিষয়ে কোম্পানিটি ডেভেলপারদের কাছে একটি নোটিশ পাঠিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে টেক ক্রাঞ্চ। এতে উল্লেখ রয়েছে, ‘অ্যামাজন অ্যাপস্টোর’-এ আর নতুন কোনও অ্যাপ জমা দিতে পারবেন না তারা।
কোম্পানিটি তাদের এক সাপোর্ট পেইজে বলেছে, নিজেদের ডিজিটাল মুদ্রা ‘অ্যামাজন কয়েন’ও বন্ধ করে দেবে তারা, যা মূলত অ্যাপ স্টোরটি থেকে গেইম ও অ্যাপ কেনার জন্য ব্যবহার করতেন ব্যবহারকারীরা।
নোটিশে অ্যামাজন বলেছে, “২০২৫ সালের ২০ অগাস্ট থেকে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে আর অ্যামাজন অ্যাপস্টোর-এ প্রবেশ করতে পারবেন না। ২০২৫ সালের ২০ অগাস্ট থেকে অ্যামাজন কয়েন প্রোগ্রামটিও বন্ধ করে দেবো আমরা।”
কোম্পানিটি বলেছে, ২০ অগাস্টের মধ্যে ব্যবহারকারীদের কয়েন ফেরত দেবে তারা। অ্যামাজন ডিভাইসের বাইরে খুব কম সংখ্যক গ্রাহকই তাদের এই অ্যাপ স্টোরটি ব্যবহার করেছেন।
“আমাদের নিজস্ব ডিভাইসে থাকা অ্যাপস্টোরটির অভিজ্ঞতার ওপর মনোযোগ দিতে অ্যান্ড্রয়েডে অ্যামাজন অ্যাপস্টোরটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছি আমরা। কারণ, বর্তমানে আমাদের বেশিরভাগ গ্রাহকই এর সঙ্গে যুক্ত রয়েছেন,” বলেছেন অ্যামাজনের এক মুখপাত্র।
তবে অ্যাপস্টোরটি এখনও ‘ফায়ার টিভি’ ও ‘ফায়ার ট্যাবলেট’-এর মতো নিজস্ব ডিভাইসে কার্যকর থাকবে বলে জানিয়েছে অ্যামাজন।
গত বছর অ্যামাজন অ্যাপস্টোরে এমন এক অ্যাপ খুঁজে পেয়েছেন ‘ম্যাকাফি ল্যাবস’-এর নিরাপত্তা গবেষকরা, যা কোনও ডিভাইসে ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়ার জন্য ‘হেলথ টুল’ হিসাবে ছদ্মবেশ ধারণ করে ছিল।
২০১১ সাল থেকে গুগলের সঙ্গে প্রতিযোগিতা ও বিকল্প এক অ্যাপ স্টোরের জন্য বাজার তৈরির চেষ্টা করছে অ্যামাজন। নিজস্ব অ্যাপ স্টোরের মাধ্যমে তাদের ব্যর্থ ‘ফায়ার ফোন’ প্রোগ্রামটিকে শক্তিশালী করারও চেষ্টা করেছিল কোম্পানিটি।
গত বছর অ্যামাজন বলেছিল, ২০২৫ সালের ৫ মার্চ থেকে মাইক্রোসফটের উইন্ডোজে নিজেদের অ্যাপস্টোরটির সমর্থন বন্ধ করে দেবে তারা, যা মূলত অ্যান্ড্রয়েড অ্যাপ অফার করত। ২০২১ সালে উইন্ডোজের জন্য এ প্রোগ্রামটি শুরু করে কোম্পানিটি।