Published : 09 Jul 2023, 07:47 PM
নতুন থ্রেডস অ্যাপটি রাজনীতি ও সংবাদ প্রচারে উৎসাহ দেবে না– এমনই দাবি ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরির।
মোসেরি লেখেন, ব্যবহারকারীদের সঙ্গে প্ল্যাটফর্মের এনগেজমেন্ট বা এর আর্থিক আয় বাড়াতে চাইলে রাজনীতি ও ‘হার্ড নিউজে’র সঙ্গে আসা যাচাই-বাছাইয়ের চাপ, নেতিবাচক বিষয়াদি ও ঝুঁকি নেওয়ার ‘কোনো মানে হয় না’।
“রাজনীতি বা হার্ড নিউজ ছাড়াই প্ল্যাটফর্মকে বৈচিত্র্যময় বানানোর জন্য এখানে খেলাধূলা, মিউজিক, ফ্যাশন, বিনোদনের মতো যথেষ্ট চমৎকার কমিউনিটি আছে।” – মোসেরির এমন কঠোর দৃষ্টিভঙ্গি সম্ভবত তার ফেইসবুক নিউজ ফিড চালানোর অভিজ্ঞতা থেকে এসেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
সাম্প্রতিক বছরগুলোয় মেটা নিজেদেরকে সংবাদ ও রাজনীতি থেকে দূরে সরিয়ে নিয়েছে। এর মধ্যে রয়েছে ফেইসবুক থেকে রাজনৈতিক কনটেন্ট কমিয়ে আনার বিষয়টিও। এমনকি গত বছর ‘নিউজ ফিড’ থেকে ‘নিউজ’ শব্দটিও ছেটে ফেলেছে সামাজিক মাধ্যমটি।
এর পাশাপাশি, স্থানীয় সংবাদ সংস্থাকে আর্থিক লভ্যাংশ দেওয়া নিয়ে কানাডায় নতুন আইন জারি হলে সেটিরও কঠোর প্রতিক্রিয়া দেখিয়ে কোম্পানি হুমকি দিয়েছে, তারা দেশটি থেকে ফেইসবুক ও ইনস্টাগ্রাম সরিয়ে নেবে।
পরবর্তীতে নিজের বক্তব্য সংশোধন করে ইনস্টাগ্রাম প্রধান বলেন, রাজনীতি বা সংবাদে ‘নিরুৎসাহিত’ না করলেও অতীতে ফেইসবুকের মতো এগুলো নিয়ে প্রচারণা চালানোর মতো ভুল করবে না থ্রেডস।
“সত্যি বলতে ২০১০-এর দশকের শুরুতে আমরা এই খাতে সময় হওয়ার আগেই আমরা অনেক বেশি প্রতিশ্রুতি দিয়ে ফেলেছি। সেই ঘটনার পুনরাবৃত্তি করা ভুল হবে।” --বলেন মোসেরি।
Post by @mosseriView on Threads
থ্রেডস নিশ্চিতভাবে টুইটারকে টক্কর দেওয়ার লক্ষ্যে চালু হলেও প্ল্যাটফর্মটি নতুন মালিকানার অধীনে নিজেকে ‘বেঁধে রেখেছে’। মার্ক জাকারবার্গের ‘একশ কোটি ব্যবহারকারীর লক্ষ্যমাত্রার’ বিবৃতির পর প্ল্যাটফর্মটি নিয়ে মোসেরি আরও বড় পরিকল্পনা করছেন বলে প্রতিবেদনে বলেছে ভার্জ।
“টুইটারের জায়গা দখল আমাদের লক্ষ্য না হলেও আমরা ইনস্টাগ্রামের সেইসব কমিউনিটির জন্য এমন প্ল্যাটফর্ম বানাতে চাই, যারা টুইটারে কখনও অভ্যস্ত হতে পারেনি।”
এরইমধ্যে সাত কোটি সাইন আপের মাইলফলক অতিক্রম করে সফল অ্যাপ হিসেবে বিবেচিত হচ্ছে গেল বুধবার চালু হওয়া থ্রেডস। তবে, টুইটারে প্রচলিত অনেক ফিচার এখনও আসেনি এতে। এর একমাত্র ফিডও অ্যালগরিদম ভিত্তিক, যেখানে এরইমধ্যে বিভিন্ন সেলিব্রিটি ও ব্র্যান্ডের বন্যা বয়ে যাচ্ছে।
তবে, ভবিষ্যতে কোনো না কোনো উপায়ে রাজনীতি ও সংবাদ প্রবেশ করতে পারে থ্রেডস অ্যাপে। বিশেষ করে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাজনীতিবিদ ও সংবাদকর্মীদের প্ল্যাটফর্মটি ব্যবহারের সম্ভাবনা রয়েছে।
এর পাশাপাশি, ব্যবহারকারীর ফলো করা ব্যক্তি ও কালানুক্রমিক দুটি আলাদা ফিড তৈরি নিয়েও কাজ করছে ইনস্টাগ্রাম। এর ফলে, থ্রেডস বিভিন্ন সংবাদ খোঁজার গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠতে পারে বলে ধারণা প্রকাশ করেছে ভার্জ।