Published : 20 Aug 2024, 03:34 PM
অ্যাপলের তৈরি ‘ম্যাকবুক’কে বিশ্বের অন্যতম সেরা ল্যাপটপগুলোর একটি বলে বিবেচনা করা হয়। তবে, সময়মতো আপডেট না করলে কোনো সেরা জিনিসই আসলে সেরা থাকে না। প্রশ্ন হলো, এই আপডেট কীভাবে করবেন?
ম্যাকবুকের ইন্টারনাল বা ভেতরে থাকা সফটওয়্যার আপডেট টুল ব্যবহার করে এটি করা যায়। এ ছাড়া, ব্যবহারকারীর পছন্দ অনুসারে এটি ‘অটো’ বা ‘ম্যানুয়াল’ উপায়ে আপডেটের জন্য সেট করতে পারেন।
ম্যাকবুক-এর অ্যাপ আপডেট করার আবার একটি ভিন্ন প্রক্রিয়া রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেকরেডার। চলুন জেনে নেওয়া যাক এ প্রক্রিয়ার বিস্তারিত।
১. ম্যাকওএস আপডেট করা
ম্যাকবুকের অপারেটিং সিস্টেম ‘ম্যাকওএস’-এর জন্য সফটওয়্যার আপডেট এলে নোটিফিকেশন পাবেন। তবে, অপেক্ষা করতে না চাইলে, অ্যাপল মেনু বার থেকে ‘সিস্টেম প্রেফারেন্সেস’ অপশনে যান। এরপর ‘সফটওয়্যার আপডেট’ অপশন থেকে দেখুন কোনো আপডেট আছে কিনা।
আপডেট এলে, ‘আপডেট নাও’ অপশনে ক্লিক করে ইনস্টল করতে পারবেন।
আপডেট সম্পর্কে বিস্তারিত জানতে ‘মোর ইনফো’ অপশনে ক্লিক করুন। দরকার হলে নিজের অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড দিন। ম্যাকওএস সফটওয়্যার আপডেট এলে অন্যান্য সিস্টেম অ্যাপ, যেমন ‘সাফারি’, ‘মিউজিক’ বা ‘ফটোজ’ অ্যাপের জন্যও আপডেট আসে।
২. স্বয়ংক্রিয়ভাবে ম্যাকওএস আপডেট করুন
প্রতিবার নিজে আপডেট না করতে চাইলে, অটো বা স্বয়ংক্রিয়ভাবেই আপডেটের অপশন চালু করুন। এর জন্য প্রথমে ‘সিস্টেম প্রেফারেন্সেস’ অপশন থেকে ‘সফটওয়্যার আপডেট’ অপশনটি চালু করুন।
“অটোমেটিকালি কিপ ইয়োর ম্যাক আপ টু ডেট” লেখা বাক্সে ক্লিক করুন। তবে, কিছু সফটওয়্যার আপডেট ব্যবহারকারীর নিজেকেই করতে হবে। আপডেট দরকার হলে, নোটিফিকেশন পাবেন, প্রক্রিয়াটি এখনই শুরু করতে চান কিনা। ম্যাকবুকটি পাওয়ার আউটলেট-এ সংযোগ দিয়ে প্রক্রিয়াটি শেষ করুন।
৩. ম্যাক অ্যাপ স্টোর থেকে অটো আপডেট
“অটোমেটিকালি কিপ ইয়োর ম্যাক আপ টু ডেট” বক্সে টিক দেওয়া থাকলে, ম্যাক-এর অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা সব অ্যাপ ব্যাকগ্রাউন্ডে আপডেট হতে থাকে। এটি না হলে, অ্যাপ স্টোর থেকে আলাদা করে অটো আপডেট ফিচারটি চালু করে নিন।
‘ম্যাক অ্যাপ স্টোর’ অপশনে ক্লিক করুন। মেনু বার থেকে, ‘অ্যাপ স্টোর’ অপশন বেছে নিন, এরপর ‘প্রেফারেন্স’ অপশনে ক্লিক করুন।
পপ-আপ বক্স সামনে এলে ‘অটোমেটিক আপডেট’ বক্সে ক্লিক করুন।
৪. অ্যাপস্টোরে নিজে থেকে অ্যাপ আপডেট করুন
ডিভাইসের অ্যাপ ম্যানুয়ালি ও একটি একটি করে আপডেট করতে ম্যাকের অ্যাপ স্টোরে যান। স্ক্রিনের বামপাশে ‘আপডেট’ অপশনে ক্লিক করুন।
আপডেট প্রয়োজন এমন যে কোনো অ্যাপের পাশে 'আপডেট' অপশনে ক্লিক করুন। অন্য অ্যাপগুলোর জন্য একই কাজ করুন। বিশেষ ক্ষেত্রে, কোনো অ্যাপ আপডেটের জন্য ডিভাইস রিস্টার্ট করতে হতে পারে। এমন হলে স্ক্রিনে আসা নির্দেশ অনুসরণ করুন।
৫. অন্যান্য অ্যাপের আপডেট
ম্যাক অ্যাপস্টোরের বাইরে থেকে ডাউনলোড করা অ্যাপ আপডেট করার জন্য ভিন্ন প্রক্রিয়া রয়েছে।
এ ক্ষেত্রে, প্রথমে অ্যাপটি চালু করুন। মেনু বার থেকে অ্যাপের নামের ওপর ক্লিক করুন, পরের স্ক্রিন থেকে ‘আপডেট’ অপশনটি বেছে নিন। কিছু অ্যাপের বেলায় এ প্রক্রিয়াটিও আলাদা হতে পারে। তেমন হলে, অ্যাপটি ওপেন করুন এবং মেনু থেকে ‘হেল্প’ অপশনে যান। এরপর ‘আপডেট’ অপশনে চাপুন। তবে, এর কোনোটিই কাজ না করলে আপডেট পদ্ধতি সম্পর্কে অ্যাপ নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে প্রযুক্তিসাইট টেকরেডার।