Published : 23 May 2025, 05:34 PM
বিশাল এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকেন্দ্রীক ক্যাম্পাস তৈরিতে একসঙ্গে কাজ করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট ওপেনএআই, এনভিডিয়া, ওরাকল ও সিসকো। ক্যাম্পাসটি ২০২৬ সালে নির্মিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
বৃহস্পতিবার এক ঘোষণায় মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং বলেছেন, “এআই আমাদের সময়ের সেরা পরিবর্তনশীল শক্তি। ইউএই স্টারগেট প্রকল্পের মাধ্যমে দেশটির সাহসী লক্ষ বাস্তবায়নের জন্য এআই অবকাঠামো তৈরি করছি আমরা, যাতে জনগণকে শক্তিশালী, অর্থনীতি বাড়ানো ও ভবিষ্যত গঠন করা যায়।”
গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরের সময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও মার্কিন বাণিজ্য বিভাগ বেশ কিছু নতুন এআই চুক্তির ঘোষণা দিয়েছে, যার মধ্যে আবু ধাবির জন্য নির্ধারিত ইউএই স্টারগেট প্রকল্প রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
এ প্রকল্পটি সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ‘জি৪২’-এর সহযোগিতায় ১০ বর্গমাইল এলাকা জুড়ে তৈরি হবে ও এর ধারণক্ষমতা হবে ৫ গিগাওয়াট।
চুক্তির অংশ হিসেবে ওপেনএআই ও ওরাকল ১ গিগাওয়াট কম্পিউট ক্লাস্টার পরিচালনা করবে, যা তৈরি করবে ‘জি৪২’। এ প্রকল্পে ব্যবহার করা হবে এনভিডিয়ার চিপ। অন্যদিকে সংযোগ অবকাঠামো সরবরাহ করবে মার্কিন কোম্পানি সিসকো সিস্টেমস।
কোম্পানিগুলো বলেছে, আগামী বছর প্রাথমিকভাবে দুইশো মেগাওয়াট এআই ক্লাস্টার চালুর কথা রয়েছে।
এক ঘোষণায় ওপেনএআই বলেছে, এ প্রকল্পটি “মার্কিন অবকাঠামো শক্তিশালী করতে ওপেনএআইয়ের প্রতিশ্রুতিকে আরও জোরদারের সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন মিত্র দেশকে নিরাপদ ও দায়িত্বশীলভাবে এআই ব্যবহারের সুযোগ করে দেবে।”
এ প্রকল্পটি ট্রাম্প প্রশাসনের শত শত কোটি ডলারের যৌথ এআই অবকাঠামো প্রকল্পের প্রথম আন্তর্জাতিক সংস্করণ, যা জানুয়ারিতে ওপেনএআই, ওরাকল ও সফটব্যাংক ঘোষণা দিয়েছিল।
ওইসময় প্রকল্পটির জন্য ১০ হাজার কোটি ডলার ও আগামী চার বছরে আরও ৫০ হাজার কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এসব কোম্পানি।
ফেব্রুয়ারিতে ওপেনএআই বলেছিল, চুক্তির অংশ হিসেবে ১৬টি রাজ্যে ডেটা সেন্টার ক্যাম্পাস নির্মাণের কথা বিবেচনা করছে তারা।