Published : 24 Sep 2024, 03:07 PM
টেক জায়ান্ট অ্যাপল সম্প্রতি নিজেদের নতুন অপারেটিংস সিটেম আইওএস ১৮ প্রকাশ করেছে, যা নিয়ে এসেছে বিভিন্ন নতুন ফিচার। এর মধ্যে একটি ফিচার হল, এখন সরাসরি মেসেজেস অ্যাপেই করা যাবে জটিল সব অংক।
বন্ধুদের সঙ্গে গ্রুপ চ্যাটিংয়ে কোনো ট্যুরের খরচ হিসাব অথবা ব্যবসার অংশীদারের সঙ্গে খরচের আলাপে এর আগে মেসেজেস অ্যাপ থেকে বেরিয়ে ক্যালকুলেটর বা গুগলে হিসেব কষে আবার ফিরতে হত মেসেজেস অ্যাপে। এ সমস্যা এখন আর থাকছে না।
আইওএস ১৮’র সাহায্যে এখন মেসেজেস অ্যাপেই একাধিক ধাপের অংক সহজেই করা যাবে। শুধু তা-ই নয়, বিভিন্ন দেশের মুদ্রার মান, তাপমাত্রার মতো বিষয়ও অ্যাপের মধ্যেই রূপান্তর করে নেওয়া যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট হাও-টু গিক।
অংক সমাধান
মেসেজেস অ্যাপে অংকের সমীকরণ সমাধানের জন্য, টেক্সট বাক্সে সমীকরণটি লিখুন, সমান বা ‘=’ চিহ্ন যোগ করুন। এর সমাধান কিবোর্ডের ওপরে টেক্সট বাক্সে দেখতে পাবেন। এটি মেসেজে যোগ করতে সমাধানের ওপরে চাপুন।
মেসেজেস অ্যাপটি কেবল সহজ সমীকরণই সমাধান করতে পারে এমন নয়৷ সাইন, কোসাইন, ট্যানজেন্টের মতো ত্রিকোণমিতির জটিল ফাংশন ব্যবহার করে জটিল সূত্রও সমাধান করতে পারে। সমীকরণ যা-ই হোক না কেন শেষে অবশ্যই সমান বা ‘=’ চিহ্ন যোগ করতে হবে।
মান পরিবর্তন করুন
মান রূপান্তরের বিষটি অংক সমাধানের মতোই কাজ করে। টেক্সট বাক্সে মানের উপযুক্ত চিহ্ন লিখুন, অর্থাৎ ফারেনহাইটের জন্য এফ বা পাউন্ডের জন্য এলবিএস, এরপর সমান চিহ্ন লিখুন। অংকের সমাধানের মতোই কিবোর্ডের ওপরে অনুমানমূলক টেক্সট বাক্সে রূপান্তরের ফলাফল দেখাবে।
একটি মানকে অন্য কোন মানে রূপান্তর করতে হবে তা নির্দেশ না করলে, অনুমানমূলক টেক্সট নিজেই বেছে নেবে কিসে রূপান্তর করতে হবে। তবে, চিন্তা করবেন না, এটি পাউন্ডকে মিনিটে রূপান্তর করার চেষ্টা করবে না। মেসেজেস অন্যান্য অনুরূপ ইউনিটে এর রূপান্তর দেখাবে, তাই ফারেনহাইট সেলসিয়াসে রূপান্তরিত হবে এবং পাউন্ড কিলোগ্রামে রূপান্তরিত হবে৷
এটি নিজে থেকেই বেছে নেওয়ার জন্য “60hr to min=”, এভাবে দুটি মান লিখলে, এর ফলাফল যেমন তিন হাজার ৯০০ মিনিট, কিবোর্ডের ওপরে অনুমানমূলক বাক্সে দেখতে পাবেন।