Published : 30 May 2025, 04:42 PM
এ বছর বাজারে বড় সাড়া ফেলেছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর কোম্পানি ডিপসিক। চুপিসারে নিজেদের যুক্তিনির্ভর এআই মডেলের উন্নত সংস্করণ প্রকাশ করেছে তারা।
এ নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা না দিলেও ডিপসিক তাদের ‘আর১’ নামের মডেলটির আপগ্রেডেড সংস্করণ এআই ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ‘হাগিং ফেইস’-এ প্রকাশ করেছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
‘আর১’ মডেলটি ওপেনসোর্স ও সবার ব্যবহারের জন্য ফ্রি করে দেওয়ায় এ বছর মেটা ও ওপেনএআইয়ের মতো বড় বিভিন্ন কোম্পানির এআই মডেল থেকে ভালো জনপ্রিয়তা পেয়েছে। এ বছরের শুরতে কম খরচে ও দ্রুত এআই মডেল তৈরির কারণে বিশ্ব বাজারে হৈ চৈ ফেলেছিল ডিপসিক।
সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, আর১ মডেলটি প্রথম যখন বাজারে এল তখন খুব বেশি হইচই হয়নি। এবারও তাদের নতুন আপডেট করা মডেলটি নীরবেই বাজারে এসেছে। মডেলটি ধাপে ধাপে চিন্তা করে জটিল কাজ করতে পারে।
ডিপসিকের আপগ্রেডেড সংস্করণের আর১ মডেলটি ‘লাইভকোডবেঞ্চ’ নামের এক ওয়েসবাইটে ওপেনএআইয়ের ‘০৪-মিনি’ ও ‘০৩’ এআই মডেলের ঠিক পরেই অবস্থান করছে। এ সাইটে মূলত বিভিন্ন মডেলের পারফরম্যান্সের মধ্যে তুলনা করা হয়।
চীনের চিপ ও প্রযুক্তি প্রাপ্তি সীমিত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এরপরও এগিয়ে যাচ্ছে দেশটি, যেখানে ডিপসিক চীনের এআই বিকাশের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।
এ মাসে চীনের বড় প্রযুক্তি কোম্পানি বাইদু ও টেনসেন্ট বলেছে, যুক্তরাষ্ট্রের চিপ রপ্তানি নিষেধাজ্ঞা মোকাবেলায় নিজেদের বিভিন্ন এআই মডেলকে কীভাবে তারা আরও সক্ষম করে তুলছে।
এদিকে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের চিপ নীতিকে ‘ব্যর্থ’ বলে বর্ণনা করেছেন মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়া’র প্রধান জেনসেন হুয়াং। যুক্তরাষ্ট্র থেকে চীনে চিপ রপ্তানীতে বাধা দেওয়া আইনের সমালোচনা করেছেন তিনি।
হুয়াং বলেছেন, এসব আইন উল্টো আমেরিকান বিভিন্ন কোম্পানিরই ক্ষতি করছে।