Published : 22 Dec 2024, 04:36 PM
অ্যাপলসহ বিভিন্ন কোম্পানির সঙ্গে রাজস্ব ভাগাভাগি চুক্তিতে নতুন সীমা প্রস্তাব করেছে যা অ্যালফাবেট মালিকানাধীন গুগল, যা তাদের ডিভাইস ও ব্রাউজারে গুগল সার্চ ইঞ্জিনকেই ডিফল্ট করত।
এসব পরামর্শ সার্চ জায়ান্টের অনলাইন সার্চের ব্যবসার ওপরে চলমান অ্যান্টিট্রাস্ট মামলা থেকে এসেছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
আগস্টে ইউএস ডিস্ট্রিক্ট জজ অমিত মেহতা রায় দিয়েছিলেন সার্চ ফিচারে গুগল অবৈধভাবে প্রতিযোগিতাকে ভেঙ্গে ফেলছে। কোম্পানিটি তখন এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের কথাও বলেছিল।
শুক্রবার জমা দেওয়া নথিতে গুগল বলেছে, আয় ভাগাভাগির চুক্তিতে প্রস্তাবিত বিকল্প বাড়িয়ে অন্যান্য কোম্পানির সঙ্গে এসব চুক্তি করার অনুমতি পাওয়া উচিত তাদের।
এসব বিকল্পের মধ্যে রয়েছে বিভিন্ন ডিফল্ট সার্চ ইঞ্জিনের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম ও ব্রাউজিং মোড বরাদ্দের অনুমতি দেওয়া।
চুক্তির অংশীদারদের প্রতি এক বছর পর পর ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তনের ক্ষমতার কথাও উল্লেখ রয়েছে গুগলের প্রস্তাবিত প্রতিকারে।
গত মাসে মার্কিন বিচার বিভাগের প্রস্তাবিত প্রতিকারের সম্পূর্ণ বিপরীতে রয়েছে সার্চ জায়ান্টের এসব প্রস্তাব। দেশটির বিচার বিভাগ সুপারিশ করেছিল, বিচারক মেহতা যেন কোম্পানিটিকে রাজস্ব ভাগাভাগির চুক্তি বন্ধ করতে বাধ্য করেন৷
বিচার বিভাগের আইনজীবীরা আরও দাবি করেন, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোম বিক্রি করতে হবে গুগলকে।
ওয়েব ট্রাফিক বিশ্লেষণ প্ল্যাটফর্ম স্যাটকাউন্টারের তথ্য অনুসারে, বিশ্বব্যাপী সব অনলাইন অনুসন্ধানের অন্তত ৯০ শতাংশই হয় গুগলের সার্চ ইঞ্জিন থেকে।
এক বিবৃতিতে মার্কিন বিচার বিভাগের প্রতিকারগুলোকে ‘মাত্রাতিরিক্ত’ বলেছে গুগল। পাশাপাশি এও বলেছে, আদালতের নির্দেশ দেওয়া সময়সীমার প্রতিক্রিয়া হিসেবে নিজেদের দেওয়া প্রস্তাবও চুক্তির অংশীদারদের জন্য ব্যয়বহুল হবে।
আগামী আগস্টে শুনানির পর বিচারক মেহতা মামলার প্রতিকার পর্বের রায় দেবেন বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।