Published : 03 Aug 2023, 08:26 PM
ব্যবহারকারীদের জন্য এবার নিজস্ব ওয়েবসাইটের ভিডিও ডাউনলোডের সুবিধা চালু করেছে এতদিন ‘টুইটার’ নামে পরিচিত সামাজিক মাধ্যম ‘এক্স’।
তবে, এই সুবিধা ব্যবহারের ক্ষেত্রে দুটি শর্ত জুড়ে দিয়েছে সাইটটি। একটি হল, ভিডিও ডাউনলোড করতে অবশ্যই কনটেন্ট ক্রিয়েটরের অনুমতি লাগবে। আর দ্বিতীয়টি হল, কেবল আর্থিক ফি ভিত্তিক ‘ব্লু’ গ্রাহক সেবা ব্যবহারকারীরাই এ সুবিধা পাবেন।
নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে নতুন এই ফিচারের ঘোষণা দিয়েছেন সাইটটির মালিক ইলন মাস্ক। তিনি আরও ব্যাখ্যা করেন, ভেরিফাই করা ব্যবহারকারীরা ভিডিও ফুলস্ক্রিনে থাকা অবস্থায় সাইটটির স্ক্রিনের ওপরের ডান কোনার ‘তিন ডটওয়ালা (...)’ মেনুতে চাপ দিয়ে ওই কনটেন্ট ডাউনলোড করতে পারবেন।
মাস্ক আরও বলেন, শীঘ্রই মোবাইল সংস্করণে ডাউনলোডের সুবিধা সহজ করবে এক্স, যেখানে স্ক্রিনের কনটেন্টে কেবল চাপ দিয়ে ধরে রাখলেই সেটি ডাউনলোড হয়ে যাবে।
এর আগে সামাজিক মাধ্যমটি থেকে কোনো ভিডিও সেইভ করতে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট ও অ্যাপের সহায়তা নিতেন ব্যবহারকারীরা। আর বিনামূল্যে এক্স ব্যবহার করা ব্যক্তিরা ভিডিও ডাউনলোড করতে এখনও এই ধরনের টুল ব্যবহার করে যাবেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
প্রতিবেদনটি আরও বলেছে, আর এটি তেমন চমকপ্রদ বিষয়ও নয়, বিশেষ করে আর্থিক ফি ভিত্তিক গ্রাহকের জন্য বিভিন্ন ফিচার চালু করে বাকি ব্যবহারকারীদের সুবিধা কমিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনায় নিলে।