Published : 13 May 2025, 01:50 PM
নতুন এক আপডেট আনছে নিনটেনডো। এর আওতায় কোনো ব্যবহারকারী নির্দিষ্ট কিছু নিয়ম ভঙ্গ করলে তাদের নতুন সুইচ ২ কনসোল অচল হয়ে যাবে।
নতুন আপডেটে কোম্পানিটি সতর্ক করে বলেছে, আগামী মাসে কোম্পানিটির যে কনসোলটি বাজারে আসছে, সেটিতে কেউ যদি অনুমোদনহীন সফটওয়্যার ইনস্টল করে বা কনসোলের হার্ডওয়্যার পরিবর্তন করে দ্রুত চালানোর চেষ্টা করে তাহলে তা সম্পূর্ণ বা আংশিকভাবে ‘অচল’ হয়ে যেতে পারে।
পাইরেটেড বা চোরাই গেইম খেলতে বা অনুমোদনহীন এমুলেটর চালাতে নিনটেনডো সুইচ যারা ব্যবহার করতে চান, মূলত তাদের অপকর্ম ঠেকাতেই কোম্পানিটি এ আপডেটটি এনেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
নতুন পরিষেবার শর্তাবলীতে নিনটেনডো বলেছে, “আপনি স্বীকার করছেন, যদি ওপরের নিষেধাজ্ঞাগুলো আপনি মানতে ব্যর্থ হন তাহলে নিনটেনডো আপনার অ্যাকাউন্ট সার্ভিস বা সংশ্লিষ্ট ডিভাইসটি সম্পূর্ণ বা আংশিকভাবে অচল করে দিতে পারে।”
এর আগে পাইরেসির বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যক্তি ব্যবহারকারীদের নয় বরং বিভিন্ন কোম্পানি ও ওয়েবসাইটকে টার্গেট করেই ব্যবস্থা নিত নিনটেনডো। এ পরিবর্তনের মানে দাঁড়াচ্ছে, এবার ব্যক্তিগত পর্যায়েও কঠোর হতে পারে কোম্পানিটি।
এদিকে, তাদের মেধাস্বত্ব লঙ্ঘনকারী বলে মনে হয় এমন ব্যক্তিদের বিরুদ্ধে মামলা এবং ‘ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট’ বা ডিএমসিএ-এর আওতায় অভিযোগ দায়ের করেছে করেছে জাপানের এই গেইম নির্মাতা কোম্পানিটি।
গত মাসে এক লাইভ স্ট্রিমে অফিসিয়ালি নিজেদের সুইচ ২ কনসোল উন্মোচন করেছে নিনটেনডো, যেখানে হাতে ধরে রাখা একটি কনসোল দেখিয়েছে তারা, যার পর্দার আকার ৭.৯ ইঞ্চি, যা মূল সুইচ কনসোলের চেয়ে বড় এবং এতে নতুন বোতাম ও একটি মাউস মোডও যোগ করেছে নিনটেনডো।
আগের সংস্করণের চেয়ে তুলনায় এতে বাড়তি একটি ক্যামেরা ও আলাদা কন্ট্রোলার অন্তর্ভুক্ত রয়েছে। আগামী ৫ জুন কনসোলটি মুক্তি পাওয়ার সময় এর সঙ্গে বেশ কিছু নতুন গেইমও সম্ভবত বাজারে আনবে কোম্পানিটি।
নিনটেনডো’র প্রেসিডেন্ট শুনতারো ফুরুকাওয়া বলেছেন, “নিনটেনডো সুইচ ২ হচ্ছে বাড়িতে বসে গেইম খেলার পরবর্তী ধাপ, যা আপনি যে কোনও জায়গায় নিয়ে যেতে পারবেন। এটি আট বছর ধরে নিনটেনডো সুইচ দিয়ে খেলা ও আবিষ্কারের পরের ফল।
“আমি সত্যিই বিশ্বাস করি, নিটেনডো সুইচ ২ আমাদের যাত্রায় একটি বড় পদক্ষেপ, যেখানে নিনটেনডো যাদের স্পর্শ করে, তাদের মুখে হাসি এনে দেয়।”
কোম্পানিটির প্রথম কনসোলের চেয়েও দামি নিনটেনডো সুইচ ২। গেইম ছাড়া কনসোলটির দাম সাড়ে চারশ ডলার ও গেইম বান্ডলের সঙ্গে এর দাম পড়বে পাঁচশ ডলার।