Published : 11 Jun 2025, 03:11 PM
ইউরোপের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ‘রিজনিং’ মডেল উন্মোচন করেছে ফ্রান্সের স্টার্টআপ কোম্পানি মিস্ট্রাল।
যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সঙ্গে নতুন এই কোম্পানিটি প্রতিযোগিতায় নামবে বলে উঠে এসেছে রয়টার্সের এক প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ওপেনএআই ও গুগলের (অ্যালফাবেট) মতো কোম্পানিগুলোর বিপরীতে, মিস্ট্রাল তাদের কিছু মডেল ওপেন সোর্স করে দিয়েছে, যা ইউরোপের প্রযুক্তি খাতে একটি ভিন্ন অবস্থান তৈরি করতে সহায়তা করছে। কোম্পানিটি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমর্থনও পেয়েছে।
বাজার অংশীদারিত্ব ও আয়ের দিক থেকে পিছিয়ে থাকলেও ইউরোপের ঘরোয়া প্রযুক্তি হিসেবে মিস্ট্রালকেই সবচেয়ে সম্ভাবনাময় মনে করা হচ্ছে।
‘রিজনিং’ মডেল কী?
রয়টার্সের প্রতিবেদন বলছে, এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘চেইন অফ থট’ বা ধাপে ধাপে চিন্তা করে জটিল সমস্যার সমাধান করতে পারে। আগের মতো শুধু বড় ভাষা মডেল তৈরি করে আরও তথ্য ও কম্পিউটিং ক্ষমতা যুক্ত করার পথে সীমাবদ্ধ না থেকে এখন এআই গবেষণায় যুক্ত হচ্ছে চিন্তার যৌক্তিকতা ও বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি যা এআই-কে আরও দক্ষ করে তুলছে।
ছয়শ ২০ কোটি ডলারের এ স্টার্টআপটি বলছে, এআই প্রযুক্তির ‘স্কেল আপ’ ধারা যদি ধীরে ধীরে পরিবর্তিত হয়, তাহলে তাদের জন্য এটা এগিয়ে যাওয়ার একটা বড় সুযোগ তৈরি করতে পারে।
প্রতিযোগিতায় কারা রয়েছে?
চীনের কোম্পানি ডিপসিক এ বছরের জানুয়ারিতে কম খরচে ওপেন-সোর্স রিজনিং মডেল উন্মোচনের মধ্য দিয়ে আলোচনায় আসে। ওপেনএআই গত বছর প্রথম এ ধরনের মডেল চালু করে, এরপর গুগল এবং কিছুটা দেরিতে মেটা তাদের উন্নত মডেলে রিজনিং ফিচার যুক্ত করে।
তবে এখন পর্যন্ত মেটা একটি পূর্ণাঙ্গ ‘স্ট্যান্ডঅ্যালোন’ রিজনিং মডেল প্রকাশ করেনি। উল্লেখ্য, মেটাও তাদের কিছু মডেল ওপেন সোর্স করেছে।
মডেল দুটি কী?
মিস্ট্রাল দুইটি রিজনিং মডেল উন্মুক্ত করেছে—“ম্যাজিস্ট্রাল স্মল” ও “ম্যাজিস্ট্রাল মিডিয়াম”। এর মধ্যে ম্যাজিস্ট্রাল স্মল ওপেন সোর্স এবং হাগিং ফেইস প্ল্যাটফর্মে ডাউনলোডের জন্য উন্মুক্ত। অন্যদিকে “ম্যাজিস্ট্রাল মিডিয়াম মূলত ব্যবসায়িক কোম্পানিগুলোর জন্য তৈরি শক্তিশালী একটি সংস্করণ।
মডেল দুটি ইংরেজি, ফরাসি, স্পেনীয়, আরবি ও চীনা ভাষায় যুক্তিসঙ্গত চিন্তা করার সক্ষমতা রাখে।
মিস্ট্রাল এক বিবৃতিতে বলেছে, ‘মানব চিন্তা কখনও সরলরৈখিক নয় এটি যুক্তি, অন্তর্দৃষ্টি, অনিশ্চয়তা ও আবিষ্কারের মধ্য দিয়ে এগোয়। রিজনিং ল্যাঙ্গুয়েজ মডেল আমাদের জটিল চিন্তা ও গভীর অনুধাবনের কাজগুলো এআইকে অর্পণ করতে সহায়তা করেছে।’
যুক্তরাষ্ট্রের বেশিরভাগ কোম্পানি তাদের উন্নত মডেলগুলোকে গোপন রাখে বাণিজ্যিক উদ্দেশ্যে। তবে মেটার মতো কিছু কোম্পানি ওপেন সোর্স পন্থায় হাঁটছে। চীনের ডিপসিক থেকে শুরু করে আলিবাবার মতো কোম্পানিগুলোও নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা দেখাতে ওপেন সোর্স নীতিকে বেছে নিচ্ছে।