Published : 03 Jun 2025, 02:35 PM
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নতুন একটি ব্যক্তিগত মেসেজিং টুল চালু করেছেন ইলন মাস্ক। এতে ‘বিটকয়েন-স্টাইলে’ এনক্রিপশন ব্যবস্থা থাকছে।
এক ঘোষণয় মাস্ক বলেছেন, এখন এক্স-এ ‘এক্সচ্যাট’ নামের নতুন একটি ব্যক্তিগত মেসেজিং সুবিধা আসছে, যেখানে থাকবে নির্দ্রিষ্ট সময় পর মেসেজ মুছে যাওয়ার সুবিধা।
নতুন টুলটি মার্কিন ধনকুবের ইলন মাস্কের এমন এক পরিকল্পনার অংশ, যেখানে তিনি এক্স’কে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘উইচ্যাট’-এর মতো একটি ‘এভরিথিং অ্যাপ’ হিসেবে গড়ে তুলতে চাইছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
২০২২ সালের অক্টোবরে টুইটার কিনে নিয়ে প্লাটফর্মটিকে ‘এক্স’ নামে নতুনভাবে ব্র্যান্ডিংয়ের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমটি পুরোপুরি বদলে ফেলেছেন মাস্ক। একইসঙ্গে এতে পেমেন্ট ব্যবস্থা যোগের পাশাপাশি পণ্য ও সেবার মানের ক্ষেত্রে ‘বৈশ্বিক বাটিজার’ তৈরির পরিকল্পনা প্রকাশ করেছেন এই প্রযুক্তি বিলিয়নেয়ার।
নতুন টুলটি বর্তমানে কেবল বিটা পরীক্ষকরা ব্যবহার করতে পারছেন। এটি এক্স-এর পুরনো ‘ডাইরেক্ট মেসেজ’ বা ডিএম ফিচারের নতুন এক রূপ, যা দেখতে অনেকটা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো।
রোববার এক এক্স-এ পোস্টে মাস্ক লিখেছেন, “নতুন এক্সচ্যাট চালু হচ্ছে, যেখানে থাকবে এনক্রিপশন, মেসেজ স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ার সুবিধা, যে কোনও ধরনের ফাইল পাঠানোর সুবিধা এবং অডিও বা ভিডিও কলিং পরিষেবা।
“এটি প্রোগ্রামিং ভাষা রাস্টের ওপর তৈরি, যা বিটকয়েন-স্টাইলে এনক্রিপশন ব্যবহার করে পুরোপুরি নতুন এক সিস্টেম তৈরি করেছে। এখানে আপনি ফোন নম্বর ছাড়াই সব ধরনের ডিভাইসে অডিও ও ভিডিও কল করতে পারবেন।”
এর আগে, এপ্রিলে অ্যাপ গবেষক নিমো ওউজি ‘এক্সচ্যাট’-এর শুরুর দিকের কিছু স্ক্রিনশট শেয়ার করে বলেছিলেন, অদৃশ্য মেসেজ মোডে সময় বাছাইয়ের তিনটি অপশন রয়েছে। যেমন– ৫ মিনিট, ১ ঘণ্টা ও ৮ ঘণ্টা।
অদৃশ্য হয়ে যাওয়া মেসেজের ধারণা প্রথম শুরু হয়েছিল প্রায় এক দশক আগে ভিজুয়াল মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটের হাত ধরে। এরপর থেকে অধিকাংশ জনপ্রিয় মেসেজিং অ্যাপে এটি কেবল ঐচ্ছিক ফিচার হিসেবেই রয়ে গিয়েছে।
‘বিটকয়েন স্টাইলে’ এনক্রিপশন ব্যবহার করে এক্সচ্যাট’কে অন্যদের তুলনায় আলাদা করার মাস্কের প্রচেষ্টা ক্রিপ্টো ইন্ডাস্ট্রির কিছু বিশেষ ব্যক্তির মধ্যে সন্দেহের জন্ম দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।
এদিকে, ‘ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড’-এর কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ইয়ান মায়ার্স এক এক্স পোস্টে লিখেছেন, “গুরুত্বসহকারে বলছি, বিটকয়েন আসলে টেক্সট গোপনের জন্য এনক্রিপশন ব্যবহার করে না, বরং সিগনেচার বা ডিজিটাল স্বাক্ষর হিসেবে ব্যবহার করে এটি।”
রসিকতা করে তিনি আরও বলেছেন, “বিষয়টি এমনই, যেমন কেউ যখন বলে, আমরা আমাদের রকেট পানি দিয়ে চালানোর সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু নাসা হাইড্রোজেন ও অক্সিজেন ব্যবহার করে।”