Published : 19 Oct 2024, 06:01 PM
টিনএজারদের আরও সুরক্ষিত রাখতে এবং তাদের ওপর সামাজিকমাধ্যম নির্ভর যৌন নিপীড়ন ঠেকাতে নতুন কিছু সুরক্ষা ফিচার আনার ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম। এর মধ্যে রয়েছে টিনএজারদের সঙ্গে আলাপের স্ক্রিনশট বন্ধ করার উদ্যোগও।
মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি বলেছে, কোন অ্যাকাউন্টগুলো যৌন নিপীড়নের সঙ্গে জড়িত তা শনাক্ত করতে ও টিনএজারদের সঙ্গে তাদের যোগাযোগ আরও কঠিন করে তুলতে প্রযুক্তির ব্যবহার করছে কোম্পানিটি।
নতুন এই সুরক্ষা ফিচারের আওতায় ব্যবহারকারীদের মেসেজ বা বার্তার স্ক্রিনশট নিতে বা বার্তায় পাঠানো ছোট আকারের ভিডিও বা ছবির স্ক্রিন রেকর্ডও করতে পারবেন না স্ক্যামাররা। কারণ বেশিরভাগ ক্ষেত্রে স্ক্রিনশট নেওয়ার মাধ্যমে টিনএজারদের অজান্তেই তাদের ছবি ধারণ করে এরা।
ইনস্টাগ্রাম বলছে, নিজেদের অ্যাকাউন্টের ‘ফলোয়িং’ ও ‘ফলোয়ার’ তালিকা ব্যবহার করে টার্গেটেড ব্যবহারকারীদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে যৌন নিপীড়নের সঙ্গে জড়িত স্ক্যামাররা। তবে যেসব অ্যাকাউন্টকে স্ক্যামার হিসাবে শনাক্ত করা হয়েছে তাদের ‘ফলোয়িং’ ও ‘ফলোয়ার’ এর তালিকা আর দেখা যাবে না, ফলে ফিচার দুটিকে আর কাজে লাগাতে পারবে না এ অপরাধীরা।
গোটা বিশ্বে তরুণ ও টিনএজারদের টার্গেট করে যৌন নিপীড়নের সঙ্গে জড়িত অপরাধীরা। এমনকি সহযোগিতা না করলে স্ক্যামাররা তাদের গোপন ছবি ফাঁস করার হুমকি দেয় বলে উঠে এসেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে।
মেটা বলেছে, নতুন আপডেটে কেউ যদি ইনস্টাগ্রামের ‘ভিউ ওয়ান্স বা অ্যালাও রিপ্লে’ ফিচার ব্যবহার করে ইনস্টাগ্রাম ডিএম বা মেসেজে কোনও ছবি বা ভিডিও পাঠান তাহলে তাদের অনুমতি ছাড়া সেটির স্ক্রিনশট নেওয়া বা রেকর্ড করা যাবে না।
“এ ছাড়াও মেসেজের স্ক্রিনশট নেওয়া ঠেকাতে ‘ভিউ ওয়ান্স বা অ্যালাউ রিপ্লে’ ফিচার ব্যবহার করে ইনস্টাগ্রাম ওয়েবে পাঠানো ছবি বা ভিডিও দেখারও সুযোগ থাকছে না ব্যবহারকারীদের।”
ইনস্টাগ্রামে সরাসরি মেসেজ আদান-প্রদানের জন্য নগ্নতা সুরক্ষা ফিল্টার আনার কাজও শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে টেক জায়ান্টটি।
নতুন ফিচারটি ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ডিফল্ট হিসাবেই চালু থাকবে এবং এর আওতায় বিভিন্ন নগ্ন ছবি ঝাপসা করে দেবে ইনস্টাগ্রাম। একইসঙ্গে এ ধরনের সংবেদনশীল ছবি পাঠানোর ঝুঁকি সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করবে মেটা।
বিভিন্ন সুরক্ষা ফিচারের পাশাপাশি প্ল্যাটফর্মে নতুন এক ভিডিও’র প্রচারণা চালু করছে মেটা, যা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার টিনএজার ও তরুণ প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম ফিডে তাৎক্ষণিকভাবেই দেখাবে সেবাটি।কীভাবে যৌন নিপীড়নের বিভিন্ন লক্ষণ শনাক্ত করা যায় সে সম্পর্কে সচেতনতা বাড়াবে এ ভিডিও।