Published : 27 Oct 2023, 02:52 PM
পশ্চিমা দেশগুলো যখন ফিলিস্তিনকে সমর্থন জানানো বিভিন্ন কনটেন্ট ব্লক করছে এবং এ নিয়ে সামাজিক মাধ্যমগুলোকে ক্রমাগত সতর্ক করছে, তখন ঠিক এর বিপরীত সতর্কতা ওই সামাজিক মাধ্যমগুলোকেই জানানোর উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া।
ফিলিস্তিনপন্থী কনটেন্ট ব্লক করার অভিযোগে মেটা ও টিকটককে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার নিয়ন্ত্রক সংস্থা।
বৃহস্পতিবার এই সম্ভাব্য সতর্কবার্তার কথা জানিয়েছেন মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাদজিল।
ফিলিস্তিন সমর্থক কনটেন্ট ঠেকানো নিয়ে ফাদজিলের অভিযোগের জবাবে মেটা বলেছে, কোম্পানি উদ্দেশ্যমূলকভাবে কারও কণ্ঠরোধ করে না।
তবে, এ নিয়ে এক্স-এ পোস্ট করেছেন ফাদজিল। “বিষয়টি এড়িয়ে গেলে আমি কঠোর পদক্ষেপ নিতে পিছপা হব না।”
কোনো বিস্তারিত ব্যাখ্যা না দিয়েই ফাদজিল বলেন, বিভিন্ন সামাজিক মাধ্যম কোম্পানির ফিলিস্তিনপন্থী কনটেন্ট ঠেকানোর বিপরীতে কঠোর ব্যবস্থা নিতে মালয়েশিয়ার সরকারকে অনেকেই অভিযোগ জানিয়েছে।
যদিও, মেটার এক মুখপাত্র বলেন, এমন দাবির ‘কোনো সত্যতা নেই’।
“আমাদের নীতিমালা তৈরি হয়েছে ব্যবহারকারীর সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে, যেখানে সকলের বাক স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।” --বৃহস্পতিবার রয়টার্সকে ইমেইল বার্তায় বলেছেন ওই মুখপাত্র।
এ প্রসঙ্গে রয়টার্স টিকটকের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক জবাব মেলেনি।
ফাদজিল বলেন, ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে মালয়েশিয়ার নাগরিকদের কথা বলার অধিকার আছে, যা কেউই কেড়ে নিতে পারে না।
তিনি আরও বলেন, আগামী সপ্তাহে বিষয়টি নিয়ে টিকটক প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
দুই সপ্তাহ আগে ফাদজিল বলেছেন, ভুল তথ্যওয়ালা কনটেন্ট ঠেকানোর ক্ষেত্রে টিকটক মালয়েশিয়ার আইন মেনে চলেনি। এর জবাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছে চীনা মালিকানাধীন সামাজিক মাধ্যমটি।