Published : 22 Aug 2023, 09:50 PM
ব্যবহারকারীর টাইমলাইনে বিভিন্ন সংবাদের লিংক দেখানোর নতুন উপায় চালু করতে যাচ্ছে ইলন মাস্ক মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্স। নতুন পদ্ধতিতে পেস্টে থাকবে না সংবাদের শিরোনাম।
মার্কিন সাময়িকী ‘ফরচুন’ প্রতিবেদনে বলেছে, ব্যবহারকারীর পোস্টে কেবল সংবাদের লিংক ও মূল ছবি দেখাতে চায় এর আগে ‘টুইটার’ নামে পরিচিত সামাজিক মাধ্যমটি।
সোমবারের এক পোস্টে এই পদক্ষেপের কথা নিশ্চিত করেছেন মাস্ক নিজেই। তিনি আরও বলেন, তার কাছ থেকেই ‘সরাসরি’ এই নির্দেশ এসেছে। আর এটা সামাজিক মাধ্যমটির ‘চেহারায় ব্যপক উন্নতি ঘটাবে’।
“আমি সরাসরি বলছি। এটা অ্যাপের চেহারায় ব্যপক উন্নতি ঘটাবে।”
বর্তমানে টুইটারের বিভিন্ন ব্লগ পোস্টে সংবাদের শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণী (কেবল ওয়েব সংস্করণে) দেখা যায়। পাশাপাশি, সংবাদের মূল ছবিও যুক্ত থাকে পোস্টে। তবে, নতুন এই পরিবর্তন এলে এক্স-এ কেবল সংবাদের লিংক ও ছবি দেখা যাবে।
এর মানে, যেসব সংবাদ বা ব্লগে প্রকাশক সহায়ক বর্ণনামূলক লেখা বা টিজার যোগ করেন না, এক্স-এর পোস্টে সেগুলোতে কেবল সংবাদের মূল ছবি ও লিংক দেখা যাবে।
ফরচুনকে এক সূত্র বলেছে, এই আপডেটের লক্ষ্য হল পোস্টের আকৃতি ছোট করে আনা যাতে পর্দায় বেশি সংখ্যক পোস্ট দেখানো যায়।
মাস্ক বলছেন, এক্স-এর ‘প্রিভিউ কার্ড’ থেকে শিরোনাম সরালে ‘ক্লিকবেইট’-এর প্রবণতাও কমে আসবে। আর প্রিভিউ কার্ড ছাড়াও বিভিন্ন প্রকাশক বা ব্লগ অ্যাকাউন্ট এতে টিজার যোগ করে ব্যবহারকারীদেরকে লিংকে ক্লিক করার লোভ দেখাতে পারে।
মাস্ক এর আগে বলেছেন, যেসব সংবাদকর্মী বাক স্বাধীনতা ও আয়ে বৃদ্ধি চান, তাদের সরাসরি এক্স-এ কনটেন্ট প্রকাশ করা উচিৎ।
“আপনি যদি এমন সংবাকর্মী হন, যিনি লেখায় বেশি স্বাধীনতা ও আয় বাড়াতে ইচ্ছুক, তবে আপনার সরাসরি এই প্ল্যাটফর্মে লেখা প্রকাশ করা উচিৎ।” --২১ অগাস্ট এক্স-এ পোস্ট করেন মাস্ক।
এই মাসের শুরুতে সংবাদ কনটেন্টের আয় ভাগাভাগি নিয়ে ‘স্পষ্ট অস্বীকৃতির’ অভিযোগ তুলে এক্স-এর বিরুদ্ধে মামলা করেছে ফরাসি এক সংবাদ সংস্থা।
তবে, সংস্থাটি এই কপিরাইট মামলায় জেতে কি না, সেটাই দেখার বিষয় বলে মন্তব্য করেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।
সম্প্রতি সংবাদের লিংক দেখানোর ক্ষেত্রে আগের চেয়ে কম সহায়ক ভূমিকা পালন করতে দেখা গেছে এক্স-কে। আর এটি ভুলক্রমে না হওয়ার সম্ভাবনাই বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সাইটটি।
এই সপ্তাহান্তে এক্স-এ একটি ‘বাগ’ ধরা পড়ে, যা প্ল্যাটফর্মটির ২০১৪ সালের আগের বিভিন্ন লিংক ও ছবি পোস্ট করতে শুরু করে। পরবর্তিতে কোম্পানি এই ত্রুটির কথা স্বীকার করে এর সমাধান করার কথা বলেছে।
এ ছাড়া, নতুন ‘মিউট’ ফিচার চালু করে ব্যবহারকারীর ‘ব্লক করার’ সুবিধাও বন্ধ করছে এক্স। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী কাউকে ফলো করলেও তার সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন না বলে প্রতিবেদনে লিখেছে টেকক্রাঞ্চ।