Published : 22 Dec 2022, 09:03 PM
শর্ট ভিডিও ও বিনোদনের প্ল্যাটফর্ম টিকটকে চলতি বছর বাংলাদেশ থেকে জনপ্রিয় ভিডিওর তালিকায় শীর্ষে রয়েছেন সামিরা খান মাহি।
২০২২ সালের বার্ষিক প্রতিবেদনে (জানুয়ারি-অক্টোবর) তার এ অবস্থান নথিবদ্ধ হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে টিকটক।
এতে বলা হয়, এ বছর জীবনমুখী শিক্ষামূলক ভিডিওর তালিকায় সবার উপরে রয়েছেন জুবায়ের তালুকদার, যিনি বছরজুড়ে মোবাইল ক্যামেরার বিভিন্ন কৌশল শেয়ার করেছেন। সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ ও মুজার সম্মিলিত গান ‘বেণী খুলে’ জনপ্রিয় গান ও সাউন্ড ট্র্যাকের ভিডিও তালিকায় শীর্ষে রয়েছে।
আর তরুণ ‘প্রতিভাবান টিকটক ক্রিয়েটর’দের তালিকায় সবার উপরে রয়েছেন ডা. অনুরাধা দত্ত। পেশায় একজন চিকিৎসক হয়েও ফ্যাশন, লাইফস্টাইল এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর রেসিপি নিয়ে কনটেন্ট তৈরি করেছেন তিনি। তার ‘গেট রেডি উইথ মি’ ভিডিও দিয়ে ফলোয়ারদের মন জয় করেছেন। বছরজুড়ে বাংলাদেশের জনপ্রিয় সৃজনশীল টিকটক ট্রেন্ডের তালিকায় সবার উপরে ছিল ‘পিক মাই মেকআপ’।
এ বছর #ফরইউ (হ্যাশট্যাগ) বাংলাদেশের পাশাপাশি বিশ্বের কাছে জনপ্রিয় হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
টিকটকের প্রধান পরিচালন কর্মকর্তা ভেনেসা পাপাস বলেন, “বৈশ্বিক জনগোষ্ঠী যারা এ বছর বিভিন্ন বিষয়কে ট্রেন্ড করে তুলেছে, নতুন নতুন সব আইডিয়া এনেছে, অন্যদের সঙ্গে সেগুলো শেয়ার করেছে, তাদের প্যাশন থেকে ক্যারিয়ার গড়ে তুলেছে- তাদের আমরা সম্মানিত করেতে চাই। টিকটকের মাধ্যমে বিশ্বজুড়ে ১০০ কোটির বেশি মানুষ তাদের এসব সৃজনশীল কাজগুলো দেখেছেন এবং নিজেদের অভিজ্ঞতাকে অন্যদের সঙ্গে শেয়ার করে মজা করেছেন।”