Published : 21 Aug 2023, 02:13 PM
ফটোশপের নির্মাতা কোম্পানি অ্যাডোবি’র সহ-প্রতিষ্ঠাতা ড. জন ওয়ারনক মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।
ওয়ারনকের জীবনাবসানের সংবাদ অ্যাডোবি জানিয়েছে ২১ অগাস্ট। মৃত্যুর সময় তার গ্রাফিক ডিজাইনার স্ত্রী মারভা ও তিন সন্তান তার পাশে ছিলেন বলে উল্লেখ রয়েছে মৃত্যুসংবাদে, তবে তার মৃত্যুর কারণ বলা হয়নি।
১৯৮২ সালে প্রয়াত ড. চার্লস জেশকের সঙ্গে অ্যাডোবি প্রতিষ্ঠা করেছিলেন ওয়ারনক। এই যুগান্তকারী সফটওয়্যার কোম্পানির মূল লোগো তৈরি করেন তার স্ত্রী মারভা। কোম্পানি প্রতিষ্ঠার দুই বছর পর ‘অ্যাডোবি পোস্টস্ক্রিপ্ট’ নামে প্রথম ডেস্কটপ সংস্করণ সফটওয়্যার প্রোগ্রাম প্রকাশ করেন তিনি।
কোম্পানিটির সম্ভবত সবচেয়ে প্রভাবশালী সফটওয়্যার অ্যাডোবি ফটোশপ। এটি এতোটাই জনপ্রিয় যে বর্তমানে যে কোনো ডিজিটাল ছবি প্রসেস করাকে ‘ফটোশপ করা’ বলে বর্ণনা করা হয়।
২০০০’র দশকের আগ পর্যন্ত বেশিরভাগ সময় কোম্পানির সিইও ছিলেন ওয়ারনক। আর ২০১৭ সাল পর্যন্ত জেশকের সঙ্গে যৌথভাবে কোম্পানির পরিচালনা পর্ষদের সভাপতিও ছিলেন তিনি। পরবর্তীতে, কোম্পানির পর্ষদ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
“আমাদের প্রজন্মের অন্যতম উদ্ভাবক ছিলেন ওয়ারনক। আর শব্দ, ছবি ও ভিডিও’র মাধ্যমে আমাদের যোগাযোগ উন্নত করতেও তার ব্যপক ভূমিকা রয়েছে।” --কোম্পানির কর্মীদের পাঠানো ইমেইল বার্তায় লেখেন অ্যাডোবি’র সিইও শান্তানু নারায়েন।
সিইও আরও যোগ করেন, তার পেশাগত জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ওয়ারনকের সঙ্গে তার ২৫ বছরের সম্পর্ক।
অ্যাডোবি মূলত ‘অ্যাক্রোব্যাট’ ও ‘ফটোশপের’ জন্য পরিচিতি পেলেও একাধিক শিল্পের সুপরিচিত অ্যাপ্লিকেশনগুলোতে নিজেদের ছাপ রেখেছে কোম্পানিটি। ওয়ারনক কোম্পানির সিইও থাকাকালীন বিভিন্ন ব্যবসা, গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, অডিও রেকর্ডিং’সহ অনেক খাতের জন্যেই উন্নত মানের সফটওয়্যার তৈরি করেছে অ্যাডোবি।