Published : 09 Apr 2023, 07:27 PM
ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাংয়ের কয়েকজন কর্মী তাদের কাজ সহজ করে নিতে কাজে লাগিয়েছিলেন চ্যাটজিপিটিকে। অথচ, এর মাধ্যমে যে স্পর্শকাতর তথ্য বিশ্বব্যাপী ব্যবহৃত চ্যাটবটে প্রবেশ করছে সেটি বেমালুম ভুলেই গিয়েছিলেন তারা।
ফলে, স্যামস্যাংয়ের বেশ কয়েকজন কর্মীর কোম্পানির স্পর্শকাতর ডেটা ফাঁসের অভিযোগ উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
চ্যাটজিপিটি এমন এক টুল যা বেশ কয়েক ধরনের কাজে সহায়ক হতে পারে। তবে চ্যাটবটকে কোনো গুরুত্বপূর্ণ নথি সংক্ষেপ করতে বলার আগে বা নিজের কাজে থেকে যাওয়া ত্রুটি যাচাইয়ের বেলায় ব্যবহারকারীর মনে রাখা উচিৎ, এতে ব্যবহৃত যে কোনো ডেটা এই ব্যবস্থার প্রশিক্ষণ বা অন্যান্য ব্যবহারকারীর প্রশ্নের জবাব হিসেবে দেখা যেতে পারে। আর এই চ্যাটবটে কোম্পানির অভ্যন্তরীণ তথ্য শেয়ার করা নিয়ে কর্মীদের সচেতন হওয়া উচিৎ ছিল।
স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর বিভাগ কোম্পানির প্রকৌশলীদের চ্যাটজিপিটি ব্যবহারের অনুমোদনের পরপরই অন্তত তিন বার কোম্পানির কর্মীরা এতে বিভিন্ন গোপন তথ্য ফাঁস করেন বলে উঠে এসেছে ‘দ্য ইকোনমিস্ট কোরিয়া’র প্রতিবেদনে। এর মধ্যে এক কর্মী বিভিন্ন ত্রুটির জন্য ডেটাবেইজ সোর্স কোড যাচাইয়ের, আরেকজন বিভিন্ন কোড অপটিমাইজেশনের ও তৃতীয় এক কর্মী চ্যাটজিপিটি’তে রেকর্ড করা এক বৈঠক প্রবেশ করিয়ে এর বিবরণী তৈরির অনুরোধ জানান চ্যাটবটকে।
বিভিন্ন প্রতিবেদন থেকে ইঙ্গিত মিলছে, এর বিভিন্ন নিরাপত্তা ত্রুটি সম্পর্কে জানার পর কর্মীদের চ্যাটজিপিটি প্রম্পটের দৈর্ঘ্য এক কিলোবাইট বা এক হাজার ২৪ অক্ষরে মধ্যে টেক্সট সীমিত করে ভবিষ্যতে এমন ভুল কমিয়ে আনার চেষ্টা করেছে স্যামসাং।
প্রশ্নের মুখে থাকা তিন কর্মীর বিরুদ্ধে তদন্তের কথা জানিয়েছে স্যামসাং। আর এমন ভুল প্রতিরোধে নিজস্ব চ্যাটবট বানানোর কথাও বলেছে কোম্পানিটি। এই প্রসঙ্গে স্যামসাংয়ের মন্তব্য জানতে যোগাযোগ করেছে এনগ্যাজেট।
চ্যাটজিপিটি’র ডেটা নীতিমালায় উল্লেখ রয়েছে, ব্যবহারকারী স্পষ্টভাবে নির্দেশ না দিলে এটি তার বিভিন্ন প্রম্পট ব্যবহার করে নিজস্ব মডেলকে প্রশিক্ষণ দেয়। এর নির্মাতা ওপেনএআই নিজেও এই চ্যাটবটের সঙ্গে আলাপের সময় কোনো গোপন তথ্য শেয়ার না করার অনুরোধ জানিয়েছে। ‘ব্যবহারকারীর হিস্ট্রি’তে থাকা বিভিন্ন প্রম্পট মোছার সক্ষমতা’ না থাকাকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে কোম্পানিটি।
চ্যাটজিপিটি’তে ব্যবহাকারীর ব্যক্তিগত তথ্য শনাক্তকরণ সংশ্লিষ্ট এই সমস্যা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো নিজের অ্যাকাউন্ট মুছে দেওয়া। তবে, এই প্রক্রিয়া সম্পন্ন হতেও চার সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।