Published : 21 Jan 2024, 04:51 PM
মাত্র আট ঘণ্টার মধ্যেই ১০ লাখ গেইম বিক্রির রেকর্ড ছাড়িয়েছে জাপানের জনপ্রিয় অ্যানিমেটেড ফ্রাঞ্চাইজ পোকেমনের ‘স্যাটায়ার’ সংস্করণের গেইম ‘পলওয়ার্ল্ড।
এই লক্ষ্যমাত্রা অর্জনের খবর প্রকাশ করেছে গেইমটির নির্মাতা ‘পকেটপেয়ার’। ‘বন্দুকওয়ালা পোকেমন’-এর মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা দেওয়া গেইমটি নিয়ে বেশ কিছু সময় ধরেই জল্পনা কল্পনা চলছিল, যার ফলে গেইমটি প্রকাশ পাওয়ার পরপরই সফলতার মুখ দেখেছে।
গেইমটি এতটাই সফল যে, গেইমের সার্ভারে এরইমধ্যে লাখ লাখ বন্দুকধারী ‘পোকেমাস্টার’ জড়ো হওয়ায় সেটি ঠিকমতো কাজই করছে না।
তবে, গেইমটির নির্মাতা গেইমারদের ধৈর্য ধরে রাখা অনুরোধ জানিয়ে বলছে, তারা ‘যত-দ্রুত-সম্ভব এর সমাধানে কাজ করে যাচ্ছে!’
গেইমিংবিষয়ক সংবাদ সাইট গেইমসরেডারের প্রতিবেদন অনুযায়ী, গেইমার ও ডাউনলোড সংখ্যার কথা বিবেচনায় নিলে, এখন পর্যন্ত গেইমিং প্ল্যাটফর্ম স্টিমে এ বছর প্রকাশ পাওয়া সবচেয়ে বড় গেইম এটি।
তবে, পরিসংখ্যানটি শুধু স্টিমের ক্ষেত্রেই প্রযোজ্য। এ ছাড়া, এক্সবক্সের গেইমিং গেইমিং প্ল্যাটফর্ম ‘গেইম পাস’-এও গেইমের একটি ‘আর্লি অ্যাক্সেস’ সংস্করণ প্রকাশ পেয়েছিল। আর ‘এক্সবক্স সিরিজ এক্স/এস’ ব্যবহারকারীর সংখ্যা নিয়ে সঠিক তথ্য না থাকলেও ধারণা করা হচ্ছে, নতুন গেইমের ডাউনলোড সংখ্যা এর মূল প্রচারণাও ছাড়িয়ে গেছে। তবে, পোকেমনপ্রেমীদের পছন্দের ‘পকেট মনস্টারগুলোর (‘পোকেমন’-এর পূর্ণ অর্থ)’ এমন রূদ্ররূপ ধারণ নিয়ে ভক্তদের একটি অংশকে বিদ্রুপ করতেও দেখা গেছে।
এ ‘ডার্ক’ ঘরানার গেইমটিতে ‘পলস’ নামের মনস্টারগুলোকে পোকেমন বল থেকে মুক্তি দেওয়ার পরিবর্তে একটি দাঁ বা কাঁটারি দিয়ে হত্যা করতে হয়। এ ছাড়া, গেইমার নিজের বিভিন্ন ‘পল’ বিক্রি করে সেটিকে দাস বানাতে, ভক্ষণ করতে এমনকি তাদের সঙ্গে মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধও করতে পারবেন।
এদিকে, গেইমের এক ট্রেইলারে এ পল নামের দানবগুলোর লাশের স্তুপও দেখা গেছে। এ প্রেক্ষাপটকে পোকেমনের প্রচলিত সংস্করণের ‘বিদ্রুপাত্মক সংস্করণ’ বলে ব্যাখ্যা করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। জনপ্রিয় ফ্রাঞ্চাইজটির মূল সংস্করণের প্রেক্ষাপটে অবশ্য দেখা যায়, গল্পের মূল চরিত্র অ্যাশ তার খুব কাছের বন্ধুদের পোষা দানবগুলোর সঙ্গে নিজস্ব দানবের প্রতিযোগিতা করিয়ে থাকে, যেখানে মূল উদ্দেশ্য হয়ে থাকে নিজের সম্মান বাড়ানোর বিষয়টি।
এখন পর্যন্ত পলওয়ার্ল্ড গেইমটির প্রাথমিক সংস্করণ প্রকাশ পেলেও তা ভালো ফলাফল দেখিয়েছে। তাই আসন্ন মাসগুলোয় এটি নিয়ে আরও কাজ করার সম্ভাবনা রয়েছে গেইমটির নির্মাতাদের।
স্টিম থেকে গেইমের প্রাথমিক সংস্করণ কেনা যাবে ২৭ ডলারে। পরবর্তীতে, এর মূল সংস্করণ প্রকাশ পেলে গেইমটির দাম বেড়ে গিয়ে ঠেকবে ৩০ ডলারে। এ ছাড়া, উন্মোচনের সঙ্গে সঙ্গেই গেইম পাসেও প্রকাশ পেয়েছে গেইমটি। ফলে, এক্সবক্স গেইমাররা এখন থেকেই গেইমটির বিভিন্ন দানবকে হত্যা করার সুযোগ পাবেন বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।