Published : 13 Aug 2023, 03:04 PM
এক থ্রেডস পোস্টে মেটা সিইও মার্ক জাকারবার্গ বলেছেন তিনি “লড়াইয়ের জন্য প্রস্তুত”। এখন, ইলন মাস্ক সময় নির্ধারণ না করলে বিশ্বাস করতে পারছেন না যে লড়াইটা আদৌ হবে।
মাস্ক শুক্রবার দাবি করেন, লড়াইটি এক্স এবং মেটা উভয় প্লাটফর্মেই সরাসরি সম্প্রচার করা হবে, এবং ক্যামেরায় যা দেখা যাবে তাতে “প্রাচীন রোম থকবে পুরোটা জুড়েই।”
এদিকে ইতালির সংস্কৃতি মন্ত্রী মন্তব্য করেছেন, মাস্ক যেভাবে বলছেন তেমন কিছু হবে না, এমনকি রোমে কোনো লড়াই হওয়ার সম্ভবনাও দেখছেন না তিনি। আর এখন জাকারবার্গ বলছেন, যেভাবে বাদবাকি বিস্তারিত উঠে আসছে, তা তাকে অবাক করছে।
“আমি এই খেলাটি ভালবাসি এবং ইলন আমাকে চ্যালেঞ্জ করার দিন থেকে লড়াই করার জন্য প্রস্তুত আছি,” বলেছেন জাকারবার্গ। “তিনি যদি কোনো নির্দিষ্ট তারিখ নিশ্চিত করেন, তবে আমার কাছ থেকে জবাব পাবেন আপনারা। তার আগ পর্যন্ত তিনি যাই বলুন, ধরে নিন যে, সেগুলো একতরফা।”
লোহার খাঁচায় লড়াইয়ের আইডিয়াটি জুনে প্রথম উচ্চারণ করেন মাস্ক। অন্যদিকে জুজুৎসু সম্পন্ন করে মার্শাল আর্টে ট্রেইনিং নেওয়া জাকারবার্গ প্রথম থেকেই চ্যালেঞ্জটি গ্রহণ করেছেন।
তারপর থেকে আসলে লড়াইটি নিয়ে সত্যিকারের আয়োজনে কোনো অগ্রগতি হয়নি। এরই মধ্যে জাকারবার্গ লড়াইয়ের দিন হিসাবে ২৬ অগাস্ট প্রস্তাব করেছিলেন। জবাবে শুক্রবার মাস্ক জানান, তার ডান কাঁধের ছোট একটি অস্ত্রপাচার থেকে সেরে উঠতে তার “কয়েকমাস সময়” লাগবে। তবে তিনি যোগ করেন, ম্যাচটির জন্য তিনি অপেক্ষা করবেন, আদৌ যদি তা হয়।
ভবিষ্যতে কিছু লড়াই নিয়ে ইঙ্গিত দিয়েছেন জাকারবার্গ, তবে সেগুলোতে মাস্কের থাকা না থাকা নিয়ে কিছু বলেননি তিনি। “প্রস্তুতি সম্পন্ন হলে আমার পরবর্তী লড়াই নিয়ে বিস্তারিত জানাব, সেগুলোতে ইলন থাকবে কি থাকবে না তা নিয়ে আদৌ ভাবছি না আমি।” শুক্রবার বলেন তিনি।
“খেলাটির শীর্ষ আয়োজনে অভিজাত খেলোয়ারদের ওপর যেভাবে স্পটলাইট ফেলা হয়, আমি যখন লড়বো তখন সেভাবেই খেলতে চাই। এবং তা করতে হলে ইউএফসি অথবা ওয়ানের মতো পেশাদার সংস্থার মাধ্যমে করতে হবে।
নিজের ‘ব্যাকইয়ার্ডে’ বানানো ‘অক্টাগনে’ অনুশীলনের একটি ছবিও শেয়ার করেছেন তিনি।
তবে, এই লড়াই হবে কি হবে না সেটা অনিশ্চিত হলেও জাকারবার্গের সংসারে যে এটি সমস্যা তৈরি করছে সেটি জানিয়েছেন তিনি নিজেই। কয়েকদিন আগেই স্ত্রী প্রিসিলা চ্যানের কাছ থেকে ধমক খেয়েছেন তিনি।
স্ত্রীকে জাকারবার্গ হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান- ব্যাকউয়ার্ডে অক্টাগনটা দেখেছো? প্রিসিলা সেটি দেখেছেন জানানোর পরই জাকারবার্গ লেখেন - ইট লুকস অ’সাম। (এর বাংলা সম্ভবত হবে - সুন্দর না!)। এর পরপরই প্রিসিলার তরফ থেকে ধমক আসে - মার্ক! ওই ঘাস তৈরি করার জন্য আমি দুটো বছর খরচ করেছি!
সেই হিসাবে বলা চলে, এখন পর্যন্ত সম্ভাব্য এই লড়াইয়ের পেছনে সম্ভবত জাকারবার্গের বিনিয়োগই বেশি।