Published : 12 Dec 2023, 12:37 PM
আগামী দুই মাসের ভেতর নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল উন্মুক্ত করবে জাপানের শীর্ষ প্রযুক্তি কোম্পানি রাকুটেন।
আর্থিক খাত থেকে শুরু করে ই-কমার্সসহ নানা ইন্ডাস্ট্রিতে সক্রিয় থাকার পাশাপাশি এবার দ্রুত বর্ধনশীল এআই খাতের প্রতিযোগিতায় নাম লেখাতে যাচ্ছে এই শিল্পগোষ্ঠী।
কোম্পানিটি নিজেদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ করছে বলে সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে জানান সিইও হিরোশি “মিকি” মিকিতানি।
লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) হচ্ছে বিশাল আকারের ডেটার ওপরে ভিত্তি করে বিশাল অ্যালগরিদম, যা ব্যবহার করে চ্যাটজিপিটির মতো এআই প্রযুক্তিগুলো তৈরি করা হয়।
ব্যাংকিং থেকে শুরু করে ই-কমার্স এবং টেলিযোগাযোগ পর্যন্ত বিভিন্ন সেক্টরে ব্যবসা রয়েছে রাকুটেনের, তাই কোম্পানিটির কাছে তাদের নিজেদের এলএলএমকে প্রশিক্ষণের জন্য রয়েছে বিশাল আকারের “একেবারে অদ্বিতীয়” ডেটা যা আর কোথাও ব্যবহার হয়নি, বলেন মিতিকানি।
“আর কারোরই আমাদের মতো ডেটাসেট নেই,” যোগ করেন তিনি।
এআই মডেলটি ব্যবহার করে নিজেদের অভ্যন্তরীণ পরিচালনার দক্ষতা এবং বিপণন ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে কোম্পানিটির, বলেন মিতিকানি।
অ্যামজন এবং মাইক্রোসফটের মতেই নিজেদের তৈরি মডেলটি থার্ড পার্টিকে বাণিজ্যিক ব্যবহারের সুযোগ দিতে চান তিনি।
“আমরা তাদের (থার্ড পার্টিদের) সহজেই প্রশিক্ষণ দিতে পারি, একটি প্যাকেজ আকারে তাদের ব্যবসায়িক প্রয়োজন পূরণে প্ল্যাটফর্মটি সম্পূর্ণভাবে সরবরাহ করতে পারি,” বলেন তিনি।
এখন পর্যন্ত ওপেনএআই, অ্যামাজন ও গুগলের মতো মার্কিন কোম্পানি সেইসঙ্গে বাইদু, আলিবাবা টেনসেন্টের মতো চীনা কোম্পানি নিজেদের এআই মডেল এনেছে। এই পরিস্থিতে তাদের জাপানি প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোও প্রতিযোগিতায় দ্রুত নিজদের অবস্থান তৈরি করতে চাচ্ছে।
মার্চে তাদের মালিকানাধীন এলএলএম বাজারে আসবে, চলতি মাসে এ ঘোষণা দেয় টেলিযোগাযোগ কোম্পানি এনটিটি।
আরেক শীর্ষ জাপানি কোম্পানি আর্মের টেলিযোগাযোগ অংশ নভেম্বরে ঘোষণা দেয় তাদের জেনারেটিভ এআই মডেল প্লাটফর্মটি কার্যকরভাবে চালু হয়েছে।
জাপানি ভাষায় এলএলএম তৈরির সুযোগ রয়েছে দেশটির কোম্পানিগুলোর, সে ক্ষেত্রে তারা তাদের মার্কিন ও চীনা প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে থাকবে বলে মন্তব্য উঠে এসেছে সিএনবিসির একটি প্রতিবেদনে।
এআই দৌড়ে অংশগ্রহণ রাকুটেনকে ‘প্রবল মুনাফাদায়ক প্রবৃদ্ধি’ এনে দেবে বলে মন্তব্য করেন মিতিকানি।