Published : 24 Nov 2023, 01:40 PM
নিজস্ব এআই চ্যাটবট বার্ডে নতুন আপডেট এনেছে গুগল, যার মাধ্যমে বিভিন্ন ইউটিউব ভিডিও নিয়ে গভীর ও অর্থবহ কথোপকথন চালানোর সুযোগ পাবেন ব্যবহারকারী।
চ্যাটবটের সর্বশেষ আপডেট লগে গুগল ঘোষণা দিয়েছে, তারা বার্ডের ইউটিউব এক্সটেনশনের সক্ষমতা বাড়িয়েছে। আর এটি চালু করার পর ইউটিউবের ‘কিছু সংখ্যক ভিডিও কনটেন্ট বুঝতে পারবে’ এর জেনারেটিভ এআই প্রযুক্তি।
এর উদাহরণ হিসেবে গুগল উল্লেখ করেছে, ব্যবহারকারী এখন থেকে বার্ডকে জিজ্ঞেস করতে পারবেন, কোনো কেক তৈরির রেসিপি’তে কতগুলো ডিম ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, বিভিন্ন ‘ডিআইওয়াই’ বা নিজে করার ভিডিও’তে দেখানো যন্ত্রের নামও বলতে পারবে চ্যাটবটটি।
আর খাবারের রিভিউ করার বেলায়, ভিডিও’তে কোন জায়গার রেস্টুরেন্ট বা ওই খাবারটি কোন ঘরানার, সে সম্পর্কেও তথ্য জানাতে পারবে বার্ড।
সেপ্টেম্বরে প্রথমবার ইউটিউব থেকে ডেটা সংগ্রহের সক্ষমতা অর্জন করেছিল চ্যাটবটটি। এর আগে কোম্পানি এমন এক আপডেট চালু করে, যার মাধ্যমে ডক্স, ম্যাপস, লেন্স, ফ্লাইটস ও হোটেলস-এর মতো গুগল পণ্যে ওই ডেটা ব্যবহারের সুযোগ মেলে।
তবে, সে সময় ভিডিও কনটেন্টে ডেটা ব্যবহারের সুবিধা চালু না হওয়ায় বিভিন্ন ব্যাখ্যামূলক প্রশ্নের জবাব দিতে পারত না চ্যাটবটটি। গুগল বলেছে, ‘ইউটিউব ভিডিও’তে ব্যবহারকারীর সম্পৃক্ততা বাড়ানোর’ কথা বিবেচনায় রেখে নতুন এই আপডেট আনা হয়েছে।
কোম্পানি আরও বলেছে, এটা ‘বার্ডের ইউটিউব ভিডিও বোঝার সক্ষমতার প্রথম ধাপ’ কেবল। এর থেকে ইঙ্গিত মেলে, ভবিষ্যতে প্ল্যাটফর্মটির ভিডিও বিশ্লেষণ করার সুবিধা আরও উন্নত হওয়ার সম্ভাবনা আছে।
প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব ভিডিও নিয়ে বার্ডের সঙ্গে কথোপকথন চালাতে ব্যবহারকারীকে চ্যাটবটটির ওয়েব পোর্টাল থেকে ‘ইউটিউব এক্সটেনশন’ সক্রিয় করতে হবে।