০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
তিনি বলেন, “এরপরে যে রাজনৈতিক সরকার আসবে, তারা যদি পুরনো পথেই হাঁটে এবং তাদের সামনে যদি কোনো একটা এক্সাম্পল না থাকে, তাহলে তো আমরা সেই পুরনো দুষ্টচক্রেই ঘুরপাক খাব।”
“আমরা বলেছি, এত শুল্ক থাকলে আমাদের দেশে বিনিয়োগ আসবে না।”
“আমার নাম মো. আনিসুর রহমান, ড. আনিসুর রহমান নয়। ডক্টরেট একটি ডিগ্রি। এটা আমার নামের আগে বসাবেন না। এখানে যারা দর্শকসারিতে আছেন, উপযুক্ত সুযোগসুবিধা পেলে এবং চেষ্টা করলে প্রত্যেকেই তা অর্জন করতে পারেন। এটা বাড়তি কিছু নয়। ড. নামের অংশও নয়।”
“আনিসুর রহমান গ্রামীণ উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিয়ে বিশেষভাবে কাজ করেছেন,” শোকবার্তায় বলেন প্রধান উপদেষ্টা।