যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের সম্পত্তি জব্দ
সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার পর এবার আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি-এনসিএ। বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পর এমন ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ‘ব্রিটেনের এফবিআই’ হিসেবে পরিচিত সংস্থাটি।