Published : 20 May 2025, 07:31 PM
ব্যাংকসহ বিভিন্ন খাতের পাচার হওয়া অর্থ ফেরানোর সুযোগ কতটা? এ প্রশ্নের উত্তরে তেমন কোনো আশা জাগানো তথ্য দিতে পারছেন না অর্থনীতিবিদ জাহিদ হোসেন। তিনি বলেছেন, “এটা ফেরত আনা খুবই কঠিন।” আপনি আন্তজার্তিক অভিজ্ঞতা যদি দেখেন, আন্তর্জাতিক ধারণা হচ্ছে, প্রতিবছর পাচার হওয়া অর্থের প্রবাহ প্রায় এক ট্রিলিয়ন ডলারের মত, বিভিন্ন দেশ থেকে চলে যায় বা ভেতরে চলে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ইনসাইড আউটে তিনি বলেছেন, “পুনরুদ্ধারের হারটা হচ্ছে, আপনার ১০০ টাকা যেখানে অবৈধভাবে বেরিয়ে যাচ্ছে সেখান থেকে ফেরত আসার পরিমাণ হচ্ছে এক টাকা।” এমন বাস্তবতায় অর্থ পাচার ঠেকানোর ওপরই মনোযোগ দেওয়ার তাগিদ দিচ্ছেন জাহিদ হোসেন।
তিনি বলেন, “রেমিটেন্সের তথ্য দেখে বোঝা যায় যে সেখানে একটা বড় ধরনের ভাটা পড়েছে। এই যে অর্থপাচারে সেটা ভাটা পড়েছে আমার মনে হয়। বড় কারণ হল, যারা অর্থপাচার করতো তারা নিজেরাই পাচার হয়ে গেছে। এবং ওই শূন্যতা এখনো পূরণ হয় নাই।” এই শূন্যতার সুযোগে ‘নতুন খেলোয়াড় এসে যেন পুরনো খেলা’ খেলতে না পারে, তা নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন এই অর্থনীতিবিদ।