০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার থেকে দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার আসতে পারে।
আবহাওয়া অফিস বলছে, অমাবস্যা ও গভীর নিম্নচাপের ফলে উপকূলীয় জেলাগুলোর দ্বীপ ও চর স্বাভাবিকের চেয়ে ১ থেকে ৩ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
এটি সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মিয়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর।
“১৩ মে পর্যন্ত তাপমাত্রা থাকবে বেশি। তারপর বৃষ্টি হতে পারে।”
দেশের সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টি নথিবদ্ধ হয়েছে কক্সবাজারে।
"এটি ভারতের দিকে চলে যাবে। এর কোনো প্রভাব বাংলাদেশে পরবে না," বলেন আবহাওয়াবিদ হাফিজুর।