কলম্বিয়ার সঙ্গে আর্জেন্টিনার ড্র
লাল কার্ড দেখে এনসো ফের্নান্দেস মাঠের বাইরে। দল পরিণত দশজনে। তার মধ্যে মাঠ ছেড়েছেন মেসি। কঠিন সময়ে থিয়াগো আলমাদার গোলে ড্র করে হার এড়াল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রিভার প্লেটের মাঠে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষ হয়েছে ১-১ সমতায়।