আন্তর্জাতিক ফুটবল
Published : 11 Jun 2025, 04:26 PM
আর্জেন্টিনার জার্সিতে ক্রমেই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন থিয়াগো আলমাদা। প্রতিভাবান এই উইঙ্গার কলম্বিয়ার বিপক্ষে হারের পথে থাকা দলকে উদ্ধার করেছেন দুর্দান্ত এক গোল করে। তার পারফরম্যান্সে খুবই খুশি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় বুধবার সকালের ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। দুটি গোলই ছিল দেখার মতো।
প্রথমার্ধে লুইস দিয়াসের অসাধারণ গোলে এগিয়ে যায় কলম্বিয়া। ঘরের মাঠে সেই গোলটি কিছুতেই শোধ করতে পারছিল না আর্জেন্টিনা। এর মধ্যে আবার ৭০তম মিনিটে প্রতিপক্ষকে মারাত্মক ফাউল করে এনসো ফের্নান্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।
আট মিনিট পর দলের সেরা তারকা লিওনেল মেসিকেও তুলে নেন স্কালোনি। এর তিন মিনিট পরই, ৮১তম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান আলমাদা। সতীর্থের পাস বক্সের বাইরে পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন ২৪ বছর বয়সী উইঙ্গার।
আর্জেন্টিনার সবশেষ চার ম্যাচে দুটি করে গোল ও অ্যাসিস্ট করলেন আলমাদা। গত মার্চে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়েও ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছিলেন তিনিই। সেই গোলটিও ছিল চোখধাঁধানো, ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে খুঁজে নিয়েছিলেন জাল।
মার্চের উইন্ডোতে ব্রাজিলের বিপক্ষে ৪-১ গোলের জয়ে একটি অ্যাসিস্ট করেন তিনি। এই মাসের উইন্ডোতে গত শুক্রবার চিলির বিপক্ষে হুলিয়ান আলভারেস ম্যাচের একমাত্র গোলটি করেন আলমাদার অ্যাসিস্ট থেকে। এবার কলম্বিয়ার বিপক্ষে দলের হার এড়ানো এই দর্শনীয় গোল।
ম্যাচ শেষে আলমাদাকে প্রশংসায় ভাসান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি।
“সে দায়িত্ব নেয় এবং চেষ্টা করতে চায়, আর এটিই হতে পারে একজন ফুটবলারের সেরা দিক: বল চাইতে ভয় না পাওয়া। সে আমাদের জন্য খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছে। অবদান রাখতে পারে এমন অনেক খেলোয়াড়ের উপস্থিতি আমাদের শক্তিশালী করে তোলে।”
লাতিন আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপের মূল পর্বে খেলা গত মার্চেই নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ১১ জয় ও ২ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়নরা।