০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
পেনাল্টি ঠেকানোসহ মোট আটটি সেভ করে ম্যাচের নায়ক ইন্টার মায়ামির আর্জেন্টাইন গোলকিপার উস্তারি।
তবে বিশ্বের সেরা ক্লাবগুলোর মধ্যে ভালো করার জন্য উন্মুখ হয়ে আছেন ইন্টার মায়ামি তারকা।
নিজে দুটি গোল করে গন্সালো হিগুয়াইনের রেকর্ড ভেঙেছেন লিওনেল মেসি, পাশাপাশি আরও তিনটি গোলে অবদান রেখেছেন আর্জেন্টাইন জাদুকর।
দুর্দান্ত পারফরম্যান্সে জোড়া গোল করার পাশাপাশি একটি করে গোলে সহায়তাও করেন ইন্টার মায়ামির দুই তারকা।
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামি পিছিয়ে ছিলো ৩-১ গোলে, ছিলো পরাজয়ের দিকে। শেষ দিকে ফ্রি-কিকে ব্যবধান কমিয়ে দলকে খেলায় ফেরালেন লিওনেল মেসি। পরে সতীর্থের গোলে হার এড়াল মায়ামি।
ম্যাচের শুরুর দিকে গোল করেন বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সালিভান, শেষ দিকে লিওনেল মেসির একটি গোল ও আরেকটি গোলে সহায়তায় ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট পায় ইন্টার মায়ামি।
যদিও ব্যাপারটি তার নিজের হাতে নেই, বললেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো।
বাজে সময়ের বৃত্তে আটকে পড়েছে লিওনেল মেসি ও ইন্টার মায়ামি। সবশেষ ৭ ম্যাচের ৬ ম্যাচেই জিততে ব্যর্থ দলটি, যেখানে হেরেছে ৫টিতেই।