Published : 24 May 2025, 12:39 PM
মাঠের ফুটবলে সময়টা খুব ভালো কাটছে না ইন্টার মায়ামির। মাঠের বাইরেও ক্লাব সংশ্লিষ্ট অনেকের সময়টা কাঠছে উৎকণ্ঠায়। লিওনেল মেসি থাকবেন তো? ক্লাবের সবচেয়ে বড় তারকার নতুন চুক্তি এখনও অনিশ্চিত। কোচ হাভিয়ের মাসচেরানোর চাওয়া, যত দ্রুত সম্ভব মেসির সঙ্গে কথা পাকা করে ক্লাবে যেন স্থিরতা ফেরানো হয়।
এমনিতে যুক্তরাষ্ট্রের ফুটবল নিয়ে গোটা ফুটবল বিশ্বের আগ্রহ খুব একটা থাকে না। ইন্টার মায়ামিরও পরিচিতি ছিল মূলত মালিকপক্ষে ডেভিড বেকহ্যামের মতো একজন তারকা থাকায়। তবে মেসি যোগ দেওয়ার পরই ক্লাবটি ফুটবল বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছে যায় রাতারাতি। ক্লাবটিকে ঘিরে কৌতূহলও পৌঁছে যায় তুঙ্গে।
মেসির হাত ধরে প্রথম উল্লেখযোগ্য সাফল্যের স্বাদও পায় ক্লাবটি। গত মৌসুমে জয় করে তারা সাপোর্টার্স শিল্ড। তবে এই মৌসুম দিয়েই শেষ হচ্ছে এখানে মেসির চুক্তি।
নতুন চুক্তি নিয়ে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি এখনও। সপ্তাহখানেক আগে মাসচেরানো বলেছিলেন, তার আশা দ্রুতই মেসিকে নিয়ে কোনো সুখবর মিলবে।
ইন্টার মায়ামি কোচের কণ্ঠে সেই একই কথা শোনা গেল শুক্রবার সংবাদ সম্মেলনেও।
“একজন কোচ হিসেবে অবশ্যই আমি চাইব যত দ্রুত সম্ভব সে যেন নতুন চুক্তিতে সই করে এবং যতটা দ্রুত সম্ভব খবরটি যেন আমরা জানতে পারি। সবকিছুর ওপরে সমর্থকদের প্রশান্তির জন্য, ক্লাবের সঙ্গে সম্পৃক্ত সবকিছু ও সবার স্থিরতা ও প্রশান্তির জন্য।”
“তবে এটা করার বা এটা নিয়ে মন্তব্য করার দায়িত্ব আমার নয়। দুই পক্ষের আলোচনার অংশ নই আমি।”
মেজর লিগ সকালে রোববার ভোরে ফিলাডেলফিয়ার মুখোমুখি হবে ইন্টার মায়ামি। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ সাত ম্যাচের স্রেফ একটি জিততে পেরেছে মেসি-মাসচেরানোর দল, হেরেছে পাঁচটিতেই।
কোচের ধারণা, দলের আত্মবিশ্বাসে চোট লাগার কারণেই পারফরম্যান্সে প্রভাব পড়ছে।
“লম্বা সপ্তাহের সুযোগ নিয়েছি আমরা আরও তীব্র ও দীর্ঘ অনুশীলন সেশন করে। আমাদের যেটা বিবেচনায় নিতে হবে তা হলো, নিজেদের আত্মবিশ্বাস ঝালাই করতে হবে আমাদের। দল কিছুটা বিশ্বাস হারিয়ে ফেলেছে।”
“ফুটবলে মনস্তাত্ত্বিক ব্যাপারটিও খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কেউ প্রচুর অনুশীলন করতে পারে, কিন্তু সত্যিকারের ম্যাচে কে কীভাবে নিজেকে মেলে ধরছে, সেটিই আসল। আমরা ছেলেদের সঙ্গে কথা বলছি। খারাপ সময় কাটিয়ে ওঠা ও উন্নতি করা এবং এই সময়টাকে নিয়ন্ত্রণ করা আমাদের হাতেই।”