বুড়িগঙ্গার পাড়ে পণ্যবর্জ্য রিসাইক্লিং
পুরান ঢাকার সোয়ারি ঘাট থেকে বুড়িগঙ্গা নদীর পাড় ধরে সামনে গেলে দুই পাশে চোখে পরবে প্লাস্টিক ও ইলেকট্রনিক বর্জ্যের ভাগাড়। স্থানীয় লোকজন প্রতিদিন বর্জ্যগুলো থেকে একই রকমের পণ্য বেছে আলাদা করছেন। সেগুলো আবার বিক্রি হচ্ছে অন্য কোথাও। এরপর বর্জ্য গলিয়ে তৈরি হচ্ছে ছোটদের খেলনাসহ নানা পণ্য।