পাগনার হাওরের সৌন্দর্য করচ বাগান
বোরো মৌসুমে দুর্গম হাওর সবুজ ফসলে ভরে উঠলে বর্ষায় হয়ে ওঠে অশান্ত, তলিয়ে যায় মাঠ-গ্রাম। উত্তাল আফাল (ঢেউ) আছড়ে পড়ে ঘরবাড়িতে। ঠিক সেসময়ে হাওরের বুকে মাথা তুলে থাকা করচ গাছ ঢাল হয়ে দাঁড়ায়। এসব গাছে আছড়ে পড়ে শক্তিহীন হয় আফাল। মানুষকে রক্ষার পাশাপাশি এ গাছগুলোই সৌন্দর্য বৃদ্ধি করে হাওরের।