জিল্লু’, ‘কালা রাজা’, ‘লাল রাজা’ নিয়ে প্রস্তুত হবিগঞ্জের খামারিরা
হবিগঞ্জে আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে দেশীয় পদ্ধতিতে গরু লালন-পালন করে খামারিরা প্রস্তুত সেগুলো হাটে তুলতে। ‘জিল্লু’, ‘কালা রাজা’, ‘লাল রাজা’ এমন বাহারি নামে বড় করা এসব কোরবানির গরুর দামও হাঁকা হচ্ছে বেশ; তবে খামারিদের দুশ্চিন্তা ‘ভারতীয়’ গরু নিয়ে।