০৩ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
ফরিদপুরের দুর্গম চরাঞ্চলে যাতায়াতের একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি ও মোটরসাইকেল; সময়মত এসব যানবাহনও মেলেনা চরবাসীর কপালে।
“চরে পাকা রাস্তা না থাকায় ঘোড়ার গাড়ি বা মোটরসাইকেল চালানো চ্যালেঞ্জিং।”
ফরিদপুরে পদ্মার দুর্গম চরে মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন নিত্যদিনের চ্যালেঞ্জ। সেখানে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মালামাল পরিবহনের একমাত্র মাধ্যম ঘোড়ার গাড়ি। রোদ, বৃষ্টি আর ঝড়ঝাপটা উপেক্ষা করে বিস্তীর্ণ চরে ছুটে বেড়ায় ঘোড়া।
ঢাকার সদরঘাট থেকে গুলিস্তানে ছুটে চলে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। এই বাহনের জন্য ব্যবহার হওয়া ঘোড়াগুলোকে রাখা হয় গুলিস্তানের বঙ্গবাজারের সামনের সড়কে। খাওয়া-দাওয়া থেকে পরিচর্যা- সব কিছুই হয় এ সড়কে।