০৫ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
তদন্ত কর্মকর্তা বলছেন, আদালত প্রাঙ্গণে চিন্ময়ের ‘উসকানিমূলক বক্তব্যের কারণে অন্য আসামিরা উত্তেজিত হয়ে’ আইনজীবীর ওপর হামলা চালায়।
গত মাসের শুরুতে এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
“৪ জুনের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রতিবেদন দাখিল করার আদেশও দিয়েছেন।”
গত বছরের ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার হন তিনি।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদালত এর আদেশ দেন।
‘আসামির নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায়' চিন্ময়কে এদিন জেলখানা থেকে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত করা হয়।
ফেব্রুয়ারি মাসে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাই কোর্ট দুপুরে চিন্ময় দাসকে জামিন দিয়েছিল ।
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের এই মামলা করেছেন চট্টগ্রামের এক বিএনপি নেতা।