০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
‘অটোপাস’ সংস্কৃতির পেছনে ছুটে শিক্ষার মূল উদ্দেশ্য ভুলে যাচ্ছি আমরা। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক—তিন পক্ষেরই আত্মসমালোচনার আয়নায় মুখ দেখার সময় এসেছে।
“চোখের সামনে একটা জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হতে আমরা দেব না।”
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর, ট্রেজারারসহ অন্যান্য শিক্ষক বা কর্মকর্তারা যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন, তাদের ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জনসংযোগ দপ্তর জানায়।
বেসরকারি কলেজের গভর্নিং বডির সভাপতি ও সদস্য হতে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক করা হয়েছে।
এই সিদ্ধান্তের কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় বলেনি।
চাকরির মেয়াদকাল ২৫ বছর হওয়ায় নয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।